কোভিড -১৯: মুম্বইয়ের দুটি ইনস্টিটিউটে হবে অক্সফোর্ডের ভ্যাকসিনের পরীক্ষা

মুম্বইয়ের কেইএম এবং নায়ার হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড -১৯ ভ্যাকসিনের পরীক্ষা শুরু হবে। প্রাথমিক প্রস্তুতি শুরু হচ্ছে। ভ্যাকসিনটির নামকরণ করা হয়েছে কোভিশিল্ড। এর প্রযুক্তিগত নাম ChAdOx1 nCoV-19।

দেশের পাঁচটি জায়গায় অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা করোনা টিকার ট্রায়ালের কথা জানিয়েছিল কেন্দ্র। কথা মতোই শুরু হয়ে গিয়েছে কাজ। মুম্বইয়ের কেইএম এবং নায়ার হাসপাতালে তোড়জোড় চলছে এই ভ্যাকসিনের পরীক্ষা চালানোর।

◼️ফেজ দ্বিতীয়, তৃতীয় ট্রায়ালের উদ্দেশ্য :

•অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউটে তৈরি এই প্রযুক্তিটি ফ্লু, জিকা এবং মার্সের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করতে ব্যবহৃত হয়েছে।

• এই পরীক্ষায় ভারতের মোট ১৭ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। যা পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হবে।

• প্রতিরোধের প্রতিক্রিয়া অধ্যয়নের জন্য ৪০০ জন এবং গেজ সুরক্ষার জন্য ১২০০ জনকে নেওয়া হবে।নমুনার আকার হবে ১৬০০।

◼️ এই ট্রায়ালে কারা অংশ নিতে পারবেন :

• ১৮ থেকে ৯৯ বছর বয়সের মধ্যে যে কেউ অংশ নিতে পারবেন।

•পুরুষ এবং মহিলা উভয়েই এই পরীক্ষায় অংশ নিতে অনুমতিপ্রাপ্ত।

• অংশগ্রহণকারী চিকিৎসার ইতিহাস দ্বারা নির্ধারিত স্বাস্থ্যকর প্রাপ্তবয়স্ক হওয়া উচিত। অবহিত সম্মতি আবশ্যক।

• নমুনা সংগ্রহ ও দর্শনের কাজ সহজ করার জন্য তাঁকে অবশ্যই কাছাকাছি অঞ্চলের বাসিন্দা হতে হবে।

• সন্তান জন্মদানের সম্ভাব্য মহিলাদের অবশ্যই একটি নেতিবাচক প্রস্রাবের গর্ভাবস্থা পরীক্ষা করা উচিত। ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা আগে।

◼️ কারা অংশ নিতে পারবেন না :

• তীব্র অসুস্থ ব্যক্তি।

• যে করোনায় আক্রান্ত হয়েছিল, সে কখনই ট্রায়ালে অংশ নিতে পারবে না। কারণ তাদের মধ্যে প্রাকৃতিক ভাবে ইমিউনিটি তৈরির সম্ভাবনা রয়েছে।

• অংশগ্রহণকারীর শরীরে সার্স ও cov-2 ভ্যাকসিনের ফলে যদি প্রবল অ্যালার্জি দেখা দিয়ে থাকে তাহলে সম্ভব নয়।

◼️কোথায় যোগাযোগ করতে হবে?

• মুম্বই — কিং এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটাল (022-24133767, 24174420); বিওয়াইএল নেইর হসপিটাল (022-23027644, 45 (direct)

• পুনে — বিজে মেডিক্যাল কলেজ, ভারতী বিদ্যাপীঠ, জাহাঙ্গীর হসপিটাল।

• ওয়ার্ধা – জওহর লাল নেহেরু মেডিক্যাল কলেজ।

• নাগপুর – মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স।

Previous articleবাংলায় করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো আড়াই হাজার, আক্রান্ত ১.২৫ লক্ষ ছুঁইছুঁই
Next articleবন্ধের পথে সরকারি সংস্থা স্কুটারস ইন্ডিয়া