Tuesday, August 26, 2025

দেশে লকডাউন চলাকালীন দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ এটিএম থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন এনেছিল। সে সময় তাদের তরফ থেকে জানানো হয়েছিল এটিএম থেকে গ্রাহকরা যতবার খুশি টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে গ্রাহকদের কোনরকম জরিমানা দিতে হবে না। তবে এই নিয়মের সময়সীমা শেষ হয়েছে জুন মাসের ৩০ তারিখ। আর জুলাই মাস থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে পুরনো নিয়ম বহাল হয়েছে।

এক নজরে দেখে নিন বদলে যাওয়া নিয়ম–

১) এখন থেকে মেট্রো সিটির এসবিআই গ্রাহকরা মাসে ৮ বার পর্যন্ত এটিএমে বিনামূল্যে ট্রানজেকশন করতে পারবেন।

২) আট বারের বেশি ট্রানজেকশন করা হলেই আলাদা চার্জ দিতে হবে গ্রাহকদের।

৩) আবার এই আটটি ট্রানজেকশনের মধ্যেও ভাগ রাখা হয়েছে।

৪) আটটি ট্রানজেকশনের মধ্যে মেট্রো সিটির এসবিআই গ্রাহকরা ৫টি ট্রানজেকশন করতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমে এবং বাকি ৩টি ট্রানজেকশন করতে পারবেন অন্য ব্যাঙ্কের এটিএমে।

৫) আর যে সব গ্রাহকদের অ্যাকাউন্ট মেট্রো সিটির নয় তারা মাসে এটিএম থেকে বিনামূল্যে ১০টি ট্রানজেকশন করতে পারবেন। সেক্ষেত্রে তারা পাঁচটি ট্রানজেকশন করতে পারবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটিএমে এবং বাকি পাঁচটি করতে পারবেন অন্য ব্যাঙ্কের এটিএমে।

৬) যে সব গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় এক লক্ষ টাকার বেশি থাকে তারা নিজেদের ব্যাঙ্কের এটিএম ছাড়াও যে কোনও ব্যাঙ্কের এটিএমে বিনামূল্যে আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবেন।

৭) এটিএমে ট্রানজেকশন করার সময় যদি দেখা যায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকার কারণে ট্রানজেকশন বাতিল হয়ে গেল তাহলে গ্রাহককে ২০ টাকা এবং জিএসটি জরিমানা হিসাবে দিতে হবে।

৮) এর পাশাপাশি ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের সুরক্ষার জন্য চলতি বছরের জানুয়ারি মাস থেকে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী রাত আটটার পর থেকে সকাল আটটা পর্যন্ত এটিএম থেকে ১০ হাজার টাকার বেশি নগদ তোলার সময় ব্যাঙ্কের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওই ওটিপি দিয়ে ট্রানজেকশন সফল করতে হবে। ওটিপি না দিলে টাকা উঠবে না।

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version