Monday, November 10, 2025

এবার অনশনের পথে বাস মালিকরা, ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি

Date:

ভাড়া না বাড়লে এবার অনশনের হুমকি বাস মালিকদের। এই মর্মে তাঁরা রাজ্যপাল জগদীপ ধনকড়ের হস্তক্ষেপ দাবি করে চিঠিও দিয়েছেন। বেসরকারি বাস মালিকদের সংগঠন আজ, মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে জানিয়েছেন, একদিকে লাগাতার বাড়তে থাকা জ্বালানির খরচ, অন্যদিকে করোনা পরিস্থিতি। এমন অবস্থায় ভাড়া বৃদ্ধি না করলে তাঁদের পক্ষে দিনের পর দিন লোকসান করে পরিষেবা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি রাজ্যপাল মারফত কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের কাছে ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করার আর্জিও জানানো হয়েছে।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যব্যাপী অনশনে বসতে চলেছেন বেসরকারি বাস মালিকরা। কলকাতার মেট্রো চ্যানেলের পাশাপাশি রাজ্যের সবকটি জেলার জেলাশাসক অফিসের সামনে অনশনে বসার ডাক দেওয়া হয়েছে।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি না করে আর লোকসান বহন করা সম্ভব হচ্ছে না। সংগঠনের দাবি, এর আগেও একই ইস্যুতে রাজ্যপালকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কোনও ফল হয়নি। তাই এবার নিজেদের আন্দোলনকে তীব্রতর করার সিদ্ধান্ত বাস মালিক সংগঠনের। এবং অনশনের ডাক।

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version