Thursday, August 28, 2025

এবার অনশনের পথে বাস মালিকরা, ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি

Date:

ভাড়া না বাড়লে এবার অনশনের হুমকি বাস মালিকদের। এই মর্মে তাঁরা রাজ্যপাল জগদীপ ধনকড়ের হস্তক্ষেপ দাবি করে চিঠিও দিয়েছেন। বেসরকারি বাস মালিকদের সংগঠন আজ, মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে জানিয়েছেন, একদিকে লাগাতার বাড়তে থাকা জ্বালানির খরচ, অন্যদিকে করোনা পরিস্থিতি। এমন অবস্থায় ভাড়া বৃদ্ধি না করলে তাঁদের পক্ষে দিনের পর দিন লোকসান করে পরিষেবা দেওয়া সম্ভব নয়। পাশাপাশি রাজ্যপাল মারফত কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের কাছে ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করার আর্জিও জানানো হয়েছে।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাজ্যব্যাপী অনশনে বসতে চলেছেন বেসরকারি বাস মালিকরা। কলকাতার মেট্রো চ্যানেলের পাশাপাশি রাজ্যের সবকটি জেলার জেলাশাসক অফিসের সামনে অনশনে বসার ডাক দেওয়া হয়েছে।

জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি না করে আর লোকসান বহন করা সম্ভব হচ্ছে না। সংগঠনের দাবি, এর আগেও একই ইস্যুতে রাজ্যপালকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কোনও ফল হয়নি। তাই এবার নিজেদের আন্দোলনকে তীব্রতর করার সিদ্ধান্ত বাস মালিক সংগঠনের। এবং অনশনের ডাক।

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version