Monday, May 12, 2025

সেপটিক ট্যাংকের ঢাকা খোলার পরেই বিপত্তি। প্রাণ হারালেন দুই কর্মী।

জানা গিয়েছে, কংগ্রেস নেতা যতন সাহার বাড়িতে নির্মীয়মান ট্যাঙ্ক সাফ করতে গিয়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে শিলিগুড়ি শহরের তিনবাত্তি মোড় এলাকায়।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অমিত বর্মন ও দীপক রায়। বয়স ৩০-এর কাছাকাছি। দুজনেই ওই কংগ্রেস নেতা যতন সাহার বাড়িতে কাজ করতেন। যতন সাহা কংগ্রেসের কাউন্সিলর ছিলেন। বর্তমানে তাঁর স্ত্রী ওয়ার্ড কো-অর্ডিনেটর। যতন সাহার মিলনপল্লিতে একটি বাড়ি রয়েছে। সেখানেই তিনি থাকেন। তিনবাত্তি এলাকায় আরেকটি বাড়ির নির্মাণ কাজ চলছিল। সেখানে ২০-২৫ দিন আগে একটি সেপটিক ট্যাঙ্ক তৈরি হয়। তা ঢালাই করে রাখা হয়েছিল। ওই কংগ্রেস নেতা জানান, “সকালে অমিত ও দীপক নিজেরাই ওই ট্যাঙ্কের ঢালাইয়ের ঢাকা খুলতে যায়। মিস্ত্রি আসার আগেই তাঁদের ঢাকা খুলতে যেতে নিষেধ করা হলেও কথা শোনেনি তাঁরা। দীপক প্রথমে ট্যাঙ্কের ঢাকা খুলে নেমে অজ্ঞান হয়ে যায়। পরে অমিতও তাঁকে উদ্ধার করতে নেমে জ্ঞান হারায়। এরপর দমকলে খবর দিলে তারা গিয়ে দু’জনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”

হাসপাতালে তাঁদের মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ট্যাঙ্কে কোনও বিষাক্ত গ্যাস তৈরি হওয়ায় এমন ঘটনা ঘটেছে।

Related articles

অসমের পঞ্চায়েত নির্বাচনে ৫টি আসনে জয় তৃণমূলের, অভিনন্দন অভিষেকের

অসমের পঞ্চায়েত নির্বাচনে সাফল্য তৃণমূল কংগ্রেসের। বিজেপি শাসিত অসমে শক্তি বাড়াচ্ছে ঘাসফুল শিবির। অসমে ৫টি পঞ্চায়েত আসনে জয়ী...

সন্ত্রাস ও বাণিজ্য একইসঙ্গে চলতে পারে না: পাকিস্তানকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর

সন্ত্রাস-বাণিজ্য যেমন কখনও একসঙ্গে চলতে পারে না তেমনই রক্ত আর জল কখনও একসঙ্গে বইতে পারে না। পাকিস্তানকে স্পষ্ট...

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...
Exit mobile version