ফোন করে নয়, গ্যাস বুকিং করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই

0
1

এবার থেকে গ্যাস বুকিং করার পদ্ধতি হলো আরও সহজ। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুকিং করা যাবে গ্যাস সিলিন্ডার।

একটি স্মার্টফোন থাকলেই বিল পেমেন্ট থেকে শুরু করে সমস্ত রকমের ব্যাঙ্কিংয়ের কাজ করা একেবারেই হাতের মুঠোয় হয়ে গিয়েছে।

এবার ইনডেন (Indane) গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে রেজিস্টার্ড নম্বর থেকে ফোন করার দরকার নেই৷ শুধুমাত্র একটি মেসেজের মাধ্যমেই করা যাবে বুকিং৷ এর জন্য ইনডেন ওয়েল সংস্থার পক্ষ থেকে একটি নম্বর জারি করা হয়েছে৷ সেই নম্বরে REFILL টাইপ করে পাঠিয়ে দিতে হবে৷ নম্বরটি হলো 7588888824। তবে এর জন্য রেজিস্টার্ড নম্বর থেকেই হোয়াটসঅ্যাপ করতে হবে। অন্য নম্বর থেকে মেসেজ পাঠালে বুকিং হবে না৷

বুকিংয়ের পর সহজেই গ্যাস সিলিন্ডারের স্ট্যাটাস জানা যাবে। এর জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে STATUS# লিখে অর্ডার নম্বর লিখে পাঠাতে হবে 7588888824 নম্বরে।