Tuesday, August 26, 2025

হাইকোর্টের নির্দেশ: লালগড়কাণ্ডের তদন্তে এনআইএ-ই, শালবনীতে গিয়ে জিজ্ঞাসাবাদ ছত্রধরদের

Date:

ছত্রধর মাহাত তৃণমূলের রাজ্য কমিটিতে আসার পরেই লালগড় কাণ্ডের তদন্তে সক্রিয় তদন্তকারী সংস্থা। লালগড় কাণ্ডের তদন্ত করবে এনআইএ-ই। মঙ্গলবার, জানাল কলকাতা হাইকোর্ট। তবে করোনা পরিস্থিতির কারণে কলকাতায় আসতে হবে না ছত্রধর মাহাত- সহ ২২ জন অভিযুক্তকে। শালবনীতে গিয়েই তদন্ত করবেন তদন্তকারী অফিসারেরা।

এগারো বছর আগে ২০০৯-এ লালগড়ের সিপিএম নেতা খুনের মামলায় নিম্ন আদালতে ছত্রধর সহ ৩০ জনের নামে চার্জশিট জমা পড়ে। বাঁশতলা স্টেশনের কাছে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস আটকে চালক ও সহকারী চালককে অপহরণের মামলায় ছত্রধরের মুক্তির দাবিতেই জন সাধারণের কমিটি এবং মাওবাদীরা ওই কাণ্ড ঘটিয়েছিল বলে অভিযোগ। সেই মামলাতেও নিম্ন আদালতে চার্জশিট জমা পড়ে।
দুটি মামলাতেই রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগে ইউএপিএ ধারায় গত এপ্রিল মাসের শেষে লকডাউন পর্বের মধ্যেই এই মামলাটির পুনরায় তদন্তভার এনআইএ কাঁধে নিয়েছে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ছত্রধর মাহাত। তাঁর আইনজীবী আদালতে জানান, বর্তমানে সমস্ত গণপরিবহন বন্ধ। সে কারণেই কলকাতায় গিয়ে এই তদন্তে সহযোগিতা করা ছত্রধরের পক্ষে সম্ভব নয়। তবে যদি তদন্তকারী অফিসারেরা শালবনি গিয়ে সাক্ষ্য নিতে চাইলে, তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন।
এর প্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান আদালত নির্দেশ দিলেই শালবনিতে গিয়েই তদন্ত করবে এনআইএ।
তবে, এনআইএ-এর হাতে তদন্তভার রেখে এই পরিস্থিতিতেও ছাত্রদলকে ডেকে পাঠানো, তাঁর উপর চাপ সৃষ্টি করা বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, সম্প্রতি তিনি তৃণমূলের রাজ্য কমিটিতে নাম আসতেই এই তদন্তে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version