Monday, August 25, 2025

ভুয়ো করোনা রিপোর্ট দেখিয়ে আদালতকে ফাঁকি! গ্রেফতার অভিযুক্ত চিকিৎসক  

Date:

ভুয়ো চিকিৎসক। ভুয়ো করোনা রিপোর্ট । সেই রিপোর্ট দেখিয়ে আদালত থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। কল্যাণী থেকে ওই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ৷

ঘটনাটি ঠিক কী ?

পুলিশ জানিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের ইকোপার্ক থানার নোয়াপাড়া এলাকার একটি নার্সিংহোমের চিকিৎসক বজরুল রহমান মোল্লা৷ তাঁর কাছে চিকিৎসা করাচ্ছিলেন নিখিল চন্দ্র রায় নামে এক ব্যক্তি। উত্তর ২৪ পরগণার বারাসতের ন’পাড়া দেশবন্ধু রোডের বাসিন্দা৷ তাঁর ব্রেন টিউমার ছিল। গত জুন মাসের ৩০ তারিখ তিনি ইকোপার্ক থানা এলাকার নোয়াপাড়ার ওই  নার্সিংহোমে ভর্তি হন৷ এরপর ১২ জুলাই তাঁর মৃত্যু হয়৷ এই চিকিৎসায় খরচ হয় ১ লাখ ৭৫ হাজার টাকা৷
ভুল চিকিৎসায় নিখিলবাবুর মৃত্যু হয়েছে বলে  চিকিৎসক বজরুল রহমান মোল্লার  নামে  অভিযোগ করেন মৃতের পরিবার৷ এমনকি খোঁজ নিয়ে  জানা যায় ওই চিকিৎসক ভুয়ো ৷ পুরো বিষয়টি তাঁরা পুলিশকে জানান৷ এবং লিখিত অভিযোগ করেন৷

অভিযোগের ভিত্তিতে পুলিশ চিকিৎসকের বিরুদ্ধে মামলা  করে৷ বিপাকে পড়ে হাসপাতাল থেকে উধাও হয়ে যান অভিযুক্ত চিকিৎসক। এরপর তিনি নতুন বুদ্ধি ফাঁদেন। করোনা আক্রান্ত বলে আদালত থেকে জামিন নিয়ে নেন৷ পুলিশ তদন্ত করে দেখে চিকিৎসকের ওই করোনা রিপোর্টও ভুয়ো।

অবশেষে  কল্যাণী থেকে ওই ভুয়ো চিকিৎসক বজরুল রহমান মোল্লাকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ৷

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version