Saturday, August 23, 2025

গাছে উঠে রোদ পোহাচ্ছে নীলাভ ভেড়া, মনের আনন্দে ঘুরছে রেড পান্ডা, কিশোর সাহার কলম

Date:

কিশোর সাহা

এ এক অন্য দার্জিলিং!

যেখানে গায়ে রোদ মেখে গড়াগড়ি খায় রেড পান্ডা। বিরল প্রজাতির স্যালামান্ডার ছানাপোনা সহ সাঁতরে বেড়ায় ক্যামেরার সামনে। নীলাভ ভেড়া গাছে উঠে বসে ছবি তোলার পোজ দেয়। তুষার চিতা অলসভাবে ঘুরে বেড়ায় খাঁচার মধ্যে থাকা খোলা জায়গায়।

হ্যাঁ, দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানায় এখন এমনই চমৎকার ছবি দেখা যাচ্ছে। সৌজন্যে, করোনা ও লকডাউন। কারণ, মার্চের শেষ সপ্তাহ থেকে বন্ধ রয়েছে চিড়িয়াখানা। যেখানে সারা বছরে প্রায় ৪ লক্ষ পর্যটকের ভিড় উপচে পড়ে, সেখানে এখন শুধুই বাতাসের শব্দ, পশুপাখির আওয়াজ।
পর্যটকবিহীন দার্জিলিঙের জনজীবন যখন অর্থনৈতিক কর্মকাণ্ড না থাকায় বিধ্বস্ত, সে সময়ে প্রায় ৭ হাজার ফুট উঁচুতে থাকা পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের পশুপাখিরা যেন নির্জনতা চেটেপুটে উপভোগ করে চলেছে।

সাধারণত, রেড পাণ্ডার দেখা পেতে পর্যটকদের দূরবীণ নিয়ে যেতে হয়। স্যালামান্ডারের হদিস পাওয়াই ভার। ব্লু শিপ বা নীলাভ ভেড়ার দেখা পাওয়া বিস্তর কঠিন। অথচ এখন এরা প্রায় সকলেই দিনভর খোলামেলাভাবে ঘুরে বেড়াচ্ছে। চিড়িয়াখানার কয়েকজন কর্মী জানান, লোকজন আসা পুরোপুরি বন্ধ থাকায় পশুপাখিদের আচরণও বদলে গিয়েছে। ক্যামেরা, মোবাইলে সেলফি তোলার জন্য হুড়োহুড়ি অথবা চেঁচামেচি না থাকায় বন্দি পশুপাখিগুলি খাঁচার আশেপাশের মুক্ত এলাকায় দিনভর বিচরণ করছে।

প্রায় আড়াই দশক ধরে দার্জিলিংয়ে রয়েছেন চিত্রশিল্পী তথা হিমালয়ান মাউন্টেনিয়ারিংয়ের কিউরেটর চন্দ্রনাথ দাস। তিনি জানান, গত ১০ বছরের মধ্যে একটিবারের জন্যও স্যালামান্ডারের দর্শন পাননি তিনি। অথচ থাকেন ওই চিড়িয়াখানা লাগোয়া ইন্সটিটিউটের আবাসনেই। সেই চন্দ্রনাথবাবু এখন দেখতে পান, ছানাপোনা সহ স্যালামান্ডার কখনও জলের উপরে উঠে ঘুরছে আবার কখনও ভুস করে ডুব দিচ্ছে। কথনও দেখছেন, ব্লু শিপ গাছে চড়ে বসে রোদ পোহাচ্ছে।

যে লাল পাণ্ডা পর্যটকদের দেখলেই গা ঢাকা দেয়, তারাই এখন দিনভর খোলা জায়গায় গড়াগড়ি দেয়। বাঁশের কচি পাতা খেতে থাকে খোলা জায়গায় এসে। তুষার চিতা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, টাকিনের দেখা তো অহরহ মিলছে।

অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় দার্জিলিং যখন পুরোপুরি বিষাদে ডুবে রয়েছে, সে সময়ে কোলাহল মুক্ত পরিবেশ পেয়ে চনমনে হয়ে উঠেছে বিরল প্রজাতির ওই পশুপাখিরা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version