তদন্ত শুরুর আগে কোয়ারেন্টাইনের চার্ট প্রকাশ মুম্বই পুরসভার

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমেছে সিবিআই। তদন্তের স্বার্থে এবার মুম্বই যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তার আগে কোয়ারেন্টাইন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন।

বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার ইকবাল সিং চাহাল জানিয়েছেন, সাত দিনের জন্য সিবিআই মুম্বই গেলে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হবে তাদের। তবে সেক্ষেত্রে দেখাতে হবে ফেরার কনফার্ম টিকিট। মিউনিসিপাল কর্পোরেশন অফ গ্রেটার মুম্বাইয়ের কোয়ারেন্টাইন সংক্রান্ত গাইডলাইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সিবিআই সাত দিনের বেশি মুম্বইতে থাকলে তাদের কোয়ারেন্টাইন থেকে অব্যাহতির জন্য ই-মেলের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রসঙ্গত, জুলাই মাসের শেষে বিহার পুলিশের প্রতিনিধি দল সুশান্ত মামলার তদন্ত করতে মুম্বই পৌঁছয়। সেই সময় বিহার অফিসারকে কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। তার জেরে ক্ষোভ প্রকাশ করেন একাংশ। এমনকী সুপ্রিম কোর্টে বিহার সরকার জানিয়েছে এভাবে কোয়ারেন্টাইন করে রাখা অনভিপ্রেত। তাই সিবিআই মুম্বই পৌঁছনোর আগেই কোয়ারেন্টাইন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন।