Sunday, August 24, 2025

গান্ধী পরিবারের বাইরে থেকেই নেতা খুঁজুক কংগ্রেস, মত প্রিয়াঙ্কার

Date:

কার্যত নেতৃত্বহীন কংগ্রেসকে দিশা দেখিয়ে দলের প্রভাবশালী সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বঢরা বললেন, গান্ধী পরিবারের বাইরে থেকেই এবার নেতা খুঁজুক কংগ্রেস। প্রিয়াঙ্কা এমন একটা সময়ে এই মন্তব্য করলেন যখন অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী হিসাবে সোনিয়া গান্ধীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেই ফের কংগ্রেস সভাপতি করার জোরালো দাবি তুলেছেন একাধিক নেতা। দলের কোনও দায়িত্বপালনের ঝুঁকি না নিয়ে যেভাবে রাহুল সমস্ত বিষয়ে একক প্রচার চালাচ্ছেন তা নিয়েও ক্ষুব্ধ কংগ্রেসেরই একাংশ। প্রশ্ন উঠছে, অন্য কোনও সাংসদের বক্তব্য প্রচার করতে কি এত সক্রিয়ভাবে গোটা দল নেমে পড়ে? কারণ এই মুহূর্তে রাহুল দলের এক সাধারণ সাংসদ ছাড়া কোনও পদাধিকারী নন। এই বিষয়ে বিজেপির কটাক্ষ, স্রেফ গান্ধী পরিবারের সদস্য হওয়ার কারণেই শুধুমাত্র সাংসদ হয়েই শীর্ষ নেতৃত্বের সুযোগসুবিধা ভোগ করেন রাহুল, কিন্তু কোনও দায়িত্ব পালনের ঝক্কি নেন না। এটাই হল কংগ্রেসে গান্ধী পরিবারের জমিদারি মানসিকতার নমুনা। এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কার বক্তব্য অত্যন্ত ইঙ্গিতবাহী, যিনি বলছেন গান্ধী পরিবারের বাইরে থেকেই এবার নেতা খুঁজুক কংগ্রেস।

প্রিয়াঙ্কার বক্তব্য, লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়ার সময়ই রাহুল তাঁর মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন। চিঠিতে না লিখলেও রাহুল তখন বলেছিলেন যে তিনি চান না গান্ধী পরিবারের অন্য কোনও সদস্য কংগ্রেসের দায়িত্ব নিক। প্রিয়াঙ্কার কথায়, রাহুলের এই অবস্থান আমি সম্পূর্ণ সমর্থন করি। আমার নিজেরও গান্ধী পরিবারের বাইরে কারুর নেতৃত্বে কাজ করতে কোনও সমস্যা নেই। তাই এবার নেতা ঠিক করুক দল। বলাই বাহুল্য, প্রিয়াঙ্কার এই মন্তব্য কংগ্রেস দলকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করালো।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version