Thursday, May 8, 2025

দুই নদীর মাঝে খাল হলে জ্বালিয়ে দেওয়া হবে, কেন্দ্রকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Date:

সরযূ ও যমুনা নদীর মাঝে খাল তৈরি হলে পাঞ্জাব সেই খাল জ্বালিয়ে দেবে। কেন্দ্রকে এমনভাবেই সতর্ক করে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন খাল তৈরি হলে জাতীয় নিরাপত্তার সমস্যা তৈরি হবে।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বৈঠকে বসেন। ওই বৈঠকে অমরিন্দর সিং বলেন, ” জাতীয় সুরক্ষার দিক সবার আগে বিবেচনা করতে। সরযূ ও যমুনা এই দুই নদীর মাঝে খাল তৈরির সিদ্ধান্ত নিলে, পাঞ্জাব তা মেনে নেবে না। জ্বালিয়ে দেওয়া হবে। এতে হরিয়ানা ও রাজস্থানকে ফল ভুগতে হবে।” বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দাবি করেন, জলের সম্পূর্ণ সরবরাহ চাই।

পাঞ্জাব এবং হরিয়ানার আলাদা আলাদা রাজ্য হওয়ার পরই জল নিয়ে বিতর্ক শুরু হয়। নদীর জলের এক বিপুল অংশ নিজেদের বলে দাবি করেছিল হরিয়ানা। কিন্তু তাতে রাজি হয়নি পাঞ্জাব। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী সরকারের আমলে একটি অর্ডার প্রকাশ করা হয়। তাতে দুই রাজ্যের মধ্যে জল ভাগ করে দেওয়া হয়। তারই অংশ হিসাবে খাল নির্মাণের অনুমোদন দেয় সরকার। ১৯৮২ সালে খাল নির্মাণের কাজ শুরু হয়। ১৯৮৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী
এসএডি প্রধান হরচাঁদ সিং লঙ্গোওয়ালের সঙ্গে দেখা করে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির ঠিক এক মাসের মধ্যেই জঙ্গিদের হাতে নিহত হন লঙ্গোওয়াল।

Related articles

যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা: কলকাতা পুরসভার সব কর্মীর ছুটি বাতিল! জারি নির্দেশিকা 

পেহেলগাম হামলার জেরে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে তৈরি হওয়া যুদ্ধসদৃশ পরিস্থিতিতে কলকাতা পুরসভা জারি করল কড়া নির্দেশিকা।...

কালো ধোঁয়া সিস্টিন চ্যাপেলে! প্রথমদফায় সম্পূর্ণ হল না পোপ নির্বাচন 

শেষ পোপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই নতুন পোপ নির্বাচন করা হয় ভ্যাটিকান সিটিতে। অত্যন্ত গোপনীয়তা মেনে নির্বাচন করা...

মুরগির দাম কমাতে বাজারে হাঁসের মাংস বিক্রিতে জোর মুখ্যমন্ত্রীর

রাজ্যের বাজারে ভ্যারাইটি নিয়ে আসতে হবে। মুরগির মাংসের পাশাপাশি হাঁসের মাংস আনতে হবে। বৃহস্পতিবার জরুরি পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি...

রোহিতের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন রাজীব শুক্লা

রোহিত শর্মার(Rohit Sharma) অবসরের সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা(Rajiv Shukla)। এটা যে সম্পূর্ণ...
Exit mobile version