Tuesday, November 11, 2025

গান্ধী পরিবারের বাইরে থেকেই নেতা খুঁজুক কংগ্রেস, মত প্রিয়াঙ্কার

Date:

কার্যত নেতৃত্বহীন কংগ্রেসকে দিশা দেখিয়ে দলের প্রভাবশালী সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা বঢরা বললেন, গান্ধী পরিবারের বাইরে থেকেই এবার নেতা খুঁজুক কংগ্রেস। প্রিয়াঙ্কা এমন একটা সময়ে এই মন্তব্য করলেন যখন অন্তর্বর্তী কংগ্রেস সভানেত্রী হিসাবে সোনিয়া গান্ধীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেই ফের কংগ্রেস সভাপতি করার জোরালো দাবি তুলেছেন একাধিক নেতা। দলের কোনও দায়িত্বপালনের ঝুঁকি না নিয়ে যেভাবে রাহুল সমস্ত বিষয়ে একক প্রচার চালাচ্ছেন তা নিয়েও ক্ষুব্ধ কংগ্রেসেরই একাংশ। প্রশ্ন উঠছে, অন্য কোনও সাংসদের বক্তব্য প্রচার করতে কি এত সক্রিয়ভাবে গোটা দল নেমে পড়ে? কারণ এই মুহূর্তে রাহুল দলের এক সাধারণ সাংসদ ছাড়া কোনও পদাধিকারী নন। এই বিষয়ে বিজেপির কটাক্ষ, স্রেফ গান্ধী পরিবারের সদস্য হওয়ার কারণেই শুধুমাত্র সাংসদ হয়েই শীর্ষ নেতৃত্বের সুযোগসুবিধা ভোগ করেন রাহুল, কিন্তু কোনও দায়িত্ব পালনের ঝক্কি নেন না। এটাই হল কংগ্রেসে গান্ধী পরিবারের জমিদারি মানসিকতার নমুনা। এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কার বক্তব্য অত্যন্ত ইঙ্গিতবাহী, যিনি বলছেন গান্ধী পরিবারের বাইরে থেকেই এবার নেতা খুঁজুক কংগ্রেস।

প্রিয়াঙ্কার বক্তব্য, লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সভাপতির দায়িত্ব ছাড়ার সময়ই রাহুল তাঁর মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন। চিঠিতে না লিখলেও রাহুল তখন বলেছিলেন যে তিনি চান না গান্ধী পরিবারের অন্য কোনও সদস্য কংগ্রেসের দায়িত্ব নিক। প্রিয়াঙ্কার কথায়, রাহুলের এই অবস্থান আমি সম্পূর্ণ সমর্থন করি। আমার নিজেরও গান্ধী পরিবারের বাইরে কারুর নেতৃত্বে কাজ করতে কোনও সমস্যা নেই। তাই এবার নেতা ঠিক করুক দল। বলাই বাহুল্য, প্রিয়াঙ্কার এই মন্তব্য কংগ্রেস দলকে বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করালো।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version