এ যেন দুর্ঘটনার লকডাউন! সকাল থেকেই একের পর এক দুর্ঘটনার খবর আসছে শহর ও শহরতলী থেকে। প্রথমে পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ড। এরপর কেষ্টপুর ও বাগুইআটি এলাকায় জোড়া পথ দুর্ঘটনা। তারপর কাঁকুরগাছিতে কর্তব্যরত পুলিশকর্মীকে বেপরোয়া গাড়ির ধাক্কা।
তবে লকডাউনের সকালে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আলিপুর চিড়িয়াখানায়। সেখানে বিজ্ঞাপনী হোর্ডিং লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের। একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
কিন্তু খারাপের শেষ এখানেই নয়। এবার হাওড়ার এজেসি বোস রোড-বি গার্ডেন থানা এলাকার বোটানিক্যাল গার্ডেন লেনে বৃষ্টির জমা জল ও জোয়ারে উঠে আসা গঙ্গার জলে তড়িদাহত হয়ে মৃত্যু হল স্থানীয় দুই তরুণের।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত দুই তরুণ এদিন দুপুরে গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিযোগ, বিদ্যুতের তারের সমস্যার কথা সকালে ফোন করে সিইএসসি-কে জানান স্থানীয়রা। তারা এসে দেখেও যায়। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার কিছুক্ষণের মধ্যেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিইএসসি-এর উদাসীনতা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।