Thursday, November 13, 2025

লকডাউন ভেঙে নেতাদের নাম নিয়ে বাঁচার চেষ্টা, তবুও উত্তরবঙ্গে আটক শতাধিক

Date:

কেউ পুরানো প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে পড়ে পুলিশের হাতে ধরা পড়েছেন। আবার অনেকে নার্সিংহোমে চিকিৎসাধীনদের দেখতে যাচ্ছেন বলে ভিজিটির কার্ড দেখিয়ে রেহাই পাওয়া চেষ্টা করেছেন। কেউ আবার যুক্তিগ্রাহ্য কোনও কথা বলতে পারেননি। ফলে, পুলিশের হাতে ধরা পড়ে জরিমানা দিয়েছেন। কারও গাড়ি আটকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এমনই ছবি দেখা গিয়েছে উত্তরবঙ্গের আট জেলায়।

বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির এশিয়ান হাইওয়ে ও হিলকার্ট রোডের ছবি।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ—সব ক’টি জেলাতেই প্রায় একই দৃশ্য। ইংরেজবাজার টু শিলিগুড়ির হিলকার্ট রোড অথবা কোচবিহারের বিশ্বসিংহ রোড, কিংবা জলপাইগুড়ির মার্চেন্ট রোড, সর্বত্রই একই ঘটনা। সব মিলিয়ে উত্তরবঙ্গে দুপুরে অবধি লকডাউনে আইন অমান্যের অভিযোগে আট জেলায় অন্তত ৫০০ জনকে পুলিশ আটক করেছে। রাত অবধি সংখ্যাটা নিশ্চিত বাড়বে। এদের মধ্যে অধিকাংশকেই অবশ্য জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তবে অন্তত ২০টি গাড়িকে সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে পুলিশ-প্রশাসন। কারণ, লকডাউনের মধ্যে নানা অছিলায় ওই গাড়িগুলি নিয়ে ঘোরাঘুরি করা হচ্ছিল। এমনকী, কয়েকটি গাড়ির চালক, আরোহীরা মদ খাওয়ার জন্য বেরিয়েছিল বলে পুলিশের একটি সূত্রের দাবি। পুলিশের এক কর্তা জানান, ওই সন্দেহভাজনদের গাড়ি আটকে রাখা হয়েছে। শিলিগুড়ির উপকণ্ঠে এশিয়ান হাইওয়েতে এমনই দুটি গাড়ি পুলিশ আটকানোর পরে দেখা যায়, চালক ও আরোহীরা মদ খেয়ে লকডাউন মানাতে বেরিয়ে পড়েছেন। দুটি গাড়ির আরোহীরা নিজেদের এক বড় মাপের শাসক দলের নেতার ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। কিন্তু, পুলিশ তাতে আমলা না দিয়ে গাড়ি আটকে রাখে। পরে অবশ্য জরিমানার দিলে ছেড়ে দেয় পুলিশ।

উত্তরবঙ্গের এরক পুলিশ কর্তা জানান, লকডাউনে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে ফূর্তি করার প্রবণতা শুরু হয়েছে। সেটা রুখতে সবরকম সতর্কতা জারি করা হয়েছে। তিনি জানান, কেউ লকডাউনের সময়ে আইন ভেঙে ধরা পড়ে কোনও নেতার নাম করলে তা সরাসরি কলকাতায় ডিজি কন্ট্রোল ও নবান্নে জানিয়ে দেওয়া হচ্ছে।

এত সবের পরেও অবশ্য উত্তরবঙ্গেল ২০ অগস্টের লকডাউনে শতাধিক ব্যক্তিকে পুলিশকে আটক করতে হয়েছে। সূত্রের খবর, কয়েকজন তৃণমিূল নেতার ফোনে আট জেলায় অন্তত ৫০ জনকে পুলিশ ছাড়তে বাধ্য হয়েছে।

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...
Exit mobile version