করোনা মহামারী আবহে প্রশাসনিক কার্যকলাপ পর্যালোচনা করতে আগামী সপ্তাহের শুরুতেই টানা দু’দিন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোম ও মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, করোনা মহামারী ও আমফান পরবর্তী বাংলায় প্রশাসনিক কাজে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতেই সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের এই ভার্চুয়াল বৈঠকে যোগদান করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
এই বৈঠকের মূলত দক্ষিণবঙ্গের নটি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। ২৪ অগাস্ট সোমবার দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আর পরের দিন ২৫ অগাস্ট মঙ্গলবার তিনি বৈঠক করবেন দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা প্রশাসনের সঙ্গে।
জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, এসডিও, বিডিও, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন থানার আইসিদের এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।