লকডাউনেও খোলা যাদবপুরের রান্নাঘর, মেনুতে বাসন্তী পোলাও-পনির বাটার মশালা!

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্বের শুরু থেকেই পথে নেমেছেন তাঁরা। উদ্দেশ, চরম আর্থিক সংকটের মধ্যে বিপদে পড়া মানুষগুলোর পাশে দাঁড়ানো। তাঁদের মুখে দু’মুঠো অন্ন তুলে দেওয়া। সেখান থেকেই জন্ম বামেদের যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনের। যেখানে মাত্র ২০ টাকার বিনিময়ে পেটপুরে একবেলার খাবার পাবেন। একেক দিন একেক রকম আইটেম।

স্থানীয় সিপিএম নেতা সুদীপ সেনগুপ্তের নেতৃত্বে শ্রমজীবী ক্যান্টিন এখন আর শুধু মহামারী কিংবা আমফান পরবর্তী বাংলার কঠিন পরিস্থিতির জন্য নয়, এই শ্রমজীবী ক্যান্টিন সারাবছর অসহায় গরীব মানুষের ক্ষুধা নিবারণের জন্য।

বৃষ্টি হোক, অন্য কোনও প্রাকৃতিক দুর্যোগ কিংবা লকডাউন, বামেদের শ্রমজীবী ক্যান্টিন আছে শ্রমজীবী ক্যান্টিনেই। ঠিক যেমনভাবে আজ সাপ্তাহিক লকডাউনের দিনেও শ্রমজীবী ক্যান্টিন থেকে প্রায় সাড়ে ৪৫০ জন মানুষ দুপুরের খাবার সংগ্রহ করলেন। এদিন যাদবপুরের রান্নাঘরের মেনুতে ছিল বাসন্তী পোলাও। সঙ্গে পনির বাটার মশালা!

আর লকডাউনে বৃষ্টি মাথায় নিয়ে যে সমস্ত স্বেচ্ছাসেবকরা এমন মানবিক কর্মসূচিকে বাস্তবায়িত করছেন, তাঁদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত।

Previous articleপ্রাক্তন রাষ্ট্রপতি আপাতত স্থিতিশীল
Next articleমর্মান্তিক ঘটনা আলিপুর চিড়িয়াখানায়, বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২