Saturday, November 15, 2025

দুর্যোগের আঁচড় যাতে গায়ে না লাগে তাই অযোধ্যার রাম মন্দির তৈরি হবে শুধু পাথর দিয়েই

Date:

প্রাকৃতিক দুর্যোগের আঁচড় যাতে গায়ে না লাগে তাই অযোধ্যার রাম মন্দির শুধু পাথর দিয়েই তৈরি হবে। প্রস্তরনির্মিত মন্দির টিঁকে থাকবে হাজার বছর, বহন করবে ইতিহাস, ঐতিহ্য আর হিন্দুত্বের সাক্ষ্য।
জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। মন্দির তৈরির ব্যাপারে কোন কোন বিশেষজ্ঞ সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে, সে কথাও জানান তিনি।

চম্পত রাই বিশ্ব হিন্দু পরিষদেরও অন্যতম শীর্ষ পদাধিকারী। তিনি জানান, রাম মন্দির তৈরির প্রক্রিয়ায় আইআইটি চেন্নাই ও সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট-এর বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন। নির্মাণের আগে মাটির শক্তি পরীক্ষা করে মাটির ধারণক্ষমতাকে নির্মাণের উপযোগী করে তোলা হবে। সেই কাজ করবেন চেন্নাই আইআইটির বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ধাক্কা যাতে মন্দির সহ্য করতে পারে, সেই কাজ দেখবে সিবিআরআই। লারসেন অ্যান্ড টুবরো সামগ্রিকভাবে মন্দির নির্মাণ প্রক্রিয়া দেখাশোনা করবে।
পাথরের পাশাপাশি মন্দির তৈরির জন্য প্রায় ১০ হাজার তামার রড লাগবে বলে জানান চম্পত রাই। মন্দির তৈরিতে অংশগ্রহণ করতে চাইলে সাধারণ মানুষকে তামার রড দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর দাবি, পাথরের তৈরি মন্দির অনেক বেশি টেঁকসই হবে। রোদ, বৃষ্টি, ঝঞ্ঝার আঘাত সহ্য করে হাজার বছরের বেশি সময় ধরে হিন্দুত্বের চিহ্ন বহন করবে প্রস্তরনির্মিত রাম মন্দির।

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version