Monday, August 25, 2025

পর্দার খলনায়ক হয়েও বাস্তবের নায়ক হয়ে উঠেছেন তিনি। লকডাউনের প্রথম পর্ব থেকেই সেই নজির রেখেছেন সোনু সুদ। একের পর এক সামাজিক কাজে হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড অভিনেতা। এবার ছত্তিশগড়ের বস্তরের এক আদিবাসী তরুণীর পাশে দাঁড়ালেন পর্দার খলনায়ক।

গত পাঁচ দিন ধরে লাগাতার বৃষ্টির জেরে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সাধারণ মানুষের দুরাবস্থার ছবি সামনে এসেছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক আদিবাসী তরুণীর ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বন্যার মধ্যে নিজের বাড়ির শেষ সম্বল আগলে রাখার চেষ্টা করছেন তিনি। ভেজা বই তুলতে তুলতে কান্নায় ভেঙে পড়েছেন ওই তরুণী।

এই ভিডিও সামনে আসতেই ফের তৎপর হয়েছেন বলিউড অভিনেতা। টুইট করে সোনু সুদ বলেন, ‘চোখের জল মুছে ফেলো বোন। নতুন বই আসবে, বাড়িও নতুন করে তৈরি হবে।’ জানা গিয়েছে, কোমালা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই তরুণীর নাম অঞ্জলি কুদিয়াম। বন্যার জেরে তাঁদের ৫ একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে।

ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসনও। বুধবার কালেক্টর রীতেশ আগারওয়াল, বিধায়ক বিক্রম মানধাবি নতুন বাড়ি বানানোর জন্য অঞ্জলির হাতে তুলে দেন ১ লক্ষ টাকা। নার্সিং কলেজের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন অঞ্জলি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, প্রয়োজনীয় বই দেবে রাজ্য সরকার।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version