বিশ্বভারতীর নিরাপত্তায় থাকা চার পুলিশ কনস্টেবলকে ক্লোজ করল রাজ্য সরকার। এই চারজনকে বিশ্বভারতীর সুরক্ষার কাজে রাখা হয়েছিল। কিন্তু অভিযোগ, খোদ উপাচার্য এদেরকে ব্যক্তিগত ও অন্য কাজে ব্যবহার করেছেন। সেই কারণেই রাজ্য ব্যবস্থা নিয়েছে। এছাড়া উপাচার্যর জন্যেও নয়া নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছে বলে খবর।
