Monday, November 3, 2025

শুরু তদন্ত, মুম্বই পুলিশের নজরদারি এড়াতে বায়ুসেনার গেস্টহাউসে উঠল সিবিআই

Date:

সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যের তদন্তে আসা সিবিআই অফিসারদের উপর মুম্বই পুলিশ বা মহারাষ্ট্র সরকার যাতে নজরদারি চালাতে না পারে সেজন্য বায়ুসেনার গেস্টহাউসে রাখা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী টিমকে। মুম্বই বিমানবন্দরের কাছে বায়ুসেনার সুরক্ষিত বলয়ে থাকবেন সিবিআই সদস্যরা। ১৫ সদস্যের যে সিবিআই টিম মুম্বই এসেছে তার মধ্যে একাধিক ‘হাইপ্রোফাইল’ মামলার তদন্তকারী অফিসার আছেন। এর আগে বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলার তদন্ত করেছেন এই দলের সদস্যরা। আছেন একাধিক ফরেনসিক এক্সপার্ট। শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্করের মৃত্যুরহস্যের তদন্তে সামিল হওয়া ফরেন্সিক ডাক্তার সুধীর গুপ্তও থাকছেন এই দলে। এছাড়া রয়েছেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা মনোজ শশীধর। অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি, ঋণখেলাপি বিজয় মালিয়া মামলার মত চাঞ্চল্যকর মামলার তদন্তে যুক্ত ছিলেন তিনি। রয়েছেন ডিআইজি গগনদীপ গম্ভীর। সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন কেলেঙ্কারির তদন্তভার এবং অগুস্তা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারি মামলার তদন্তে ছিলেন তিনি। এছাড়াও রয়েছেন এসপি নূপুর প্রসাদ। বিজয় মালিয়া মামলার টিমে তিনিও ছিলেন। জানা যাচ্ছে, সুশান্ত মামলার তদন্তকারী অফিসার হতে চলেছেন নূপুরই।

এদিকে আজই বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটে যাওয়ার কথা সিবিআইয়ের। তদন্তের প্রয়োজনে ক্রাইম সিন পুনর্নির্মাণ করা হবে। এছাড়া রিয়া চক্রবর্তী সহ বাকি অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও শুরু হচ্ছে। সিবিআইয়ের একটি দল উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র ও ডিজিটাল ডকুমেন্টের ফরেনসিক পরীক্ষা চালাবে। তদন্তকারী ইডি অফিসার ও মুম্বই পুলিশ অফিসারদের সঙ্গেও কথা বলে প্রয়োজনীয় তথ্য নেবে সিবিআই।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version