নারদা কাণ্ডে মুকুল রায়কে ইডির নোটিশ নিয়ে জল্পনা

বিজেপি নেতা মুকুল রায়কে নোটিশ দিলো ইডি। জানা গিয়েছে নারদ তদন্তে নতুন করে গতি আনতে মুকুলকে নোটিশ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

বিজেপি নেতা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদের জন্য অবশ্য কিছুদিন আগেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবার ফের তাঁকে নোটিশ ধরলো ইডি বলে খবর, যদিও মুকুলশিবির অস্বীকার করছে দ্বিতীয় চিঠির কথা। বিজেপি নেতার কাছ থেকে আয়-ব্যয়ের ও সম্পত্তির হিসাব চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।
মুকুলশিবির বলছে এর যথাযথ উত্তর দেওয়া হচ্ছে।