Thursday, August 21, 2025

দেশে আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী, সময়ের আগেই মিলতে পারে প্রতিষেধক জানাচ্ছে ICMR

Date:

সারা বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা ২২,৮৬৫,৯৩২। তারমধ্যে শুধু ভারতেই আক্রান্তের সংখ্যা ২৯,০৬,৫৮৪। ওয়ার্ল্ডও মিটারের তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত তিন নম্বর স্থানে রয়েছে। বেশ উদ্বেগজনক পরিস্থিতি। তবে এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির খবর শোনাচ্ছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’। পরিস্থিতি বিবেচনা করে হয়তো প্রত্যাশিত সময়ের আগেই মিলতে পারে ভারতে তৈরি করোনা প্রতিষেধক, এমনটাই ঘোষণা আইসিএমআর’এর।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফ থেকে জানা গিয়েছে, আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল ডঃ বলরাম ভার্গব জানিয়েছেন, যে কোনও টিকার চূড়ান্ত পর্যায়ের হিউম্যান ট্রায়াল শেষ হতে ৬-৯ মাস সময় লাগে। তবে সরকার যদি সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে জরুরি অনুমোদনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

ভারতে তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাকসিনের ফল আশাব্যঞ্জক। এর দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, দু’টি পর্যায়ে মোট ১,১০০ জন স্বেচ্ছাসেবকের উপর কোভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে। এই ট্রায়ালের জন্য হায়দরাবাদের নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস, দিল্লি ও পটনার এইমস-সহ মোট ১২টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে আইসিএমআর। পাশাপাশি আহমেদাবাদের ওষুধ সংস্থা জাইডাস ক্যাডিলাও তৈরি করছে করোনার প্রতিষেধক জাইকভ-ডি।

সূত্রের খবর, কেন্দ্র চাইলে জরুরি ভিত্তিতে দেশীয় এই দুই ভ্যাকসিনের ক্ষেত্রে জরুরি অনুমোদনের বিষয়টি বিবেচনা করতে পারে আইসিএমআর।

Related articles

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...
Exit mobile version