Tuesday, May 20, 2025

“মুসলিমদের অপরাধ প্রবণতা বেশি”! দিলীপের বিতর্কিত মন্তব্যে রাজ্য রাজনীতিতে আলোড়ন

Date:

“পশ্চিমবঙ্গে মুসলিমরা চেতনায় পিছিয়ে, অপরাধীকরণ তাদের মধ্যেই সবচেয়ে বেশি!” রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এই বেফাঁস মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে। রাজ্য রাজনীতিতে প্রবল আলোড়ন!

এখানেই শেষ নয়। মুসলিম সম্প্রদায়কে নজিরবিহীন আক্রমণ করে দিলীপবাবু দাবি করেন, “শিক্ষায়, সামাজিক ভাবে , আর্থিক ভাবে, চেতনায় মুসলিম সমাজ সব থেকে পিছিয়ে রয়েছে। তাদের মধ্যে অপরাধীকরণ সব থেকে বেশি।”

একটি ফেসবুক লাইভে তিনি মুসলমান সমাজকে এমনভাবে “অপরাধী” দাবি করার মধ্য দিয়ে সংখ্যালঘুদের প্রতি সমাজে হীনদৃষ্টি তৈরি করার চেষ্টা করেছেন বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। যদিও দিলীপবাবু এমন বিতর্কিত মন্তব্য করার সময় কোনও তথ্য পেশ করতে পারেননি। অৰ্থাৎ, কোনও সরকারি রিপোর্টে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অপরাধ প্রবণতা বা মানসিকতা বা অপরাধ রেকর্ড তিনি তুলে ধরতে পারেননি। যার ফলেই রাজনৈতিক মহল মনে করছে, হিন্দি বলয়ের মতো এ রাজ্যেও ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য এমন স্পর্শকাতর বিষয় নিয়ে বেফাঁস বক্তব্য রাখেন রাজ্য বিজেপি সভাপতি।

প্রসঙ্গত, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত সাম্প্রতিকতম তথ্যে নেই দেশে গণপিটুনিতে মৃত্যু ও ধর্মীয় হিংসায় মৃত্যুর সংখ্যা। তার পরেও দিলীপ ঘোষের এমন মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এ ব্যাপারে সন্দেহের আর কোনও অবকাশ নেই!

উল্লেখ্য, রাজ্য বিজেপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ করেন দিলীপ ঘোষ। সেখানে বিভিন্ন ইস্যুতে রাজ্যকে তোপ দাগেন তিনি। সেই সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে মুসলিমদের তোষণের অভিযোগ করেন দিলীপবাবু। তাঁর কথায়, “তোষণ করে কারও ভাল হয় না। শুধু যে রাজনৈতিক দল তোষণ করছে তাঁদেরই উপকার হয়। বাংলায় সিপিএম ও তৃণমূলেরা ৪৪ বছর ধরে মুসলিমদের তোষণ করে চলেছে, তাও তাঁরা এত পিছিয়ে কেন? কেন ওদের কোনও উন্নতি হল না?” প্রশ্ন রাজ্য বিজেপি সভাপতির!

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...
Exit mobile version