Monday, November 10, 2025

অর্জুন সিংয়ের মত ডাকসাইটে নেতার দুর্গে রাজ্য পুলিশ ঢুকে তল্লাশি চালালো। বন্ধ দরজা ভেঙে ঢোকার সক্রিয়তা দেখালো পুলিশ।

অথচ মুকুল রায়ের বিরুদ্ধে ৪৯টি মামলা থাকলেও নিষ্ক্রিয় পুলিশ। কিছু মামলায় গ্রেপ্তার না হওয়ার আইনি রক্ষাকবচ মুকুলের আছে। কিন্তু কোনো থানা কোনো তদন্তে এখন জিজ্ঞাসাবাদের নোটিশও পাঠাচ্ছে না।

বিজেপির অন্দরমহলেই এনিয়ে জোর চর্চা চলছে। বৈপরীত্য নিয়ে গুঞ্জন তুঙ্গে। অর্জুনপন্থী শিবির এনিয়ে ক্ষুব্ধও বটে। এই শিবিরের এক নেতা বলেন,” কে লড়ছে আর কে লড়াইয়ের ভান করে দিল্লির পদ নেওয়ার জন্য লালায়িত, সবাই বুঝতে পারছে। অর্জুন দুকুল রেখে চললে এই কথা পরিণতি হত না।” সূত্রের খবর, দিলীপ ঘোষ, সায়ন্তন বসুদের সঙ্গে আলোচনাতেও বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করছেন এক নেতা। দিলীপবাবু নাকি বলেছেন,” অনেকরকম কথাই তো শুনছি। দেখা যাক।”

এদিকে পুলিশ সূত্রে খবর, মুকুলবাবুর মামলাগুলির তদন্তের সব নথি প্রস্তুত আছে। প্রক্রিয়াটি আপাতত গতিহীন।
অন্যদিকে ইডির চিঠি পেয়ে তুমুল চাপে আছেন মুকুল। নারদ তদন্ত সংক্রান্ত চিঠি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলছেন তিনি।
অসমর্থিত সূত্রে খবর মূলত এই চিঠির চাপেই “বিকল্প” সিদ্ধান্তে হোঁচট খাচ্ছেন মুকুল রায়।
এদিকে বিজেপিতে তাঁর বড় পদ পাওয়ার গল্প এখনও অথৈ জলে। কৈলাস একদিন সঙ্গে করে দিলীপের বাড়ির বৈঠকে তাঁকে নিয়ে গেলেও আদতে রাজ্য নেতৃত্বের কাছ থেকে তেমন সাড়া নেই। আপাতত চোখ নিয়ে একটু ব্যস্ত মুকুল।

কিন্তু অর্জুনের ক্ষেত্রে পুলিশ সক্রিয় হলেও কোন্ জাদুতে মুকুলের ৪৯টি মামলায় রুটিন জিজ্ঞাসাবাদের নোটিসটুকুও যাচ্ছে না, তা নিয়ে গুঞ্জন বাড়ছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version