সুশান্ত মৃত্যুর তদন্তে নেমে প্রথমেই মুম্বই পুলিশ কর্তাদের জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। এতদিন যারা সুশান্ত মৃত্যুর তদন্ত চালাচ্ছিলেন সেই পুলিশ কর্তাদের বয়ান রেকর্ডের জন্য ডাকা হচ্ছে। শুক্রবার সকাল থেকে মুম্বই পুলিশের দুই কর্তার বয়ান রেকর্ড করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বান্দ্রা পুলিশ স্টেশনে এই কাজ হচ্ছে। এর পাশাপাশি মুম্বই পুলিশের কাছ থেকে সুশান্তর অটোপ্সি রিপোর্ট, ডায়েরি, ফোন, ল্যাপটপ নিয়ে ফরেনসিক পরীক্ষা শুরু করেছেন সিবিআই অফিসাররা। বান্দ্রায় সুশান্তের ফ্ল্যাটে যে রাঁধুনি কাজ করতেন সেই নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআইয়ের আরেকটি দল। মৃত্যুর আগে সর্বশেষ এই নীরজের সঙ্গেই কথা বলেছিলেন প্রয়াত অভিনেতা। ডাকা হয়েছে সুশান্তের বান্ধবী রিয়ার ঘনিষ্ঠ স্যামুয়েল মিরান্ডাকেও। প্রথমদিন মোট পাঁচটি দলে ভাগ হয়ে কাজ শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁরা বান্দ্রায় সুশান্তের ফ্ল্যাটেও যাবেন। সেখানে ক্রাইম সিন পুনর্নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
