সুশান্ত-মৃত্যু মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য CBI-এর হাতে

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর CBI তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এক সর্বভারতীয় চ্যানেলের তরফে জানানো হয়েছে, সুশান্ত – মৃত্যু মামলার তদন্তে প্রথমেই মুম্বই পুলিশের দুজন DG-কে জিজ্ঞাসাবাদ করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সুশান্তের মৃত্যু মামলায় এ পর্যন্ত প্রাপ্ত নথিগুলির মধ্যে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতিও CBI লক্ষ্য করেছে। একাধিক তথ্য প্রমানের মধ্যেও ধোঁয়াশা রয়েছে। এই সব বিষয়ে স্পষ্টভাবে জানতেই CBI জিজ্ঞাসাবাদ করতে চলেছে ওই দুই DG-কে৷ এই জেরার পরই CBI প্রয়োজনীয় পদক্ষেপ করবে৷

অন্যদিকে ওই সর্বভারতীয় চ্যানেলের প্রতিবেদনে নতুন এক অভিযোগও উঠে এসেছে৷ গত ফেব্রুয়ারি মাসে সুশান্তের পরিবারের তরফে না’কি তাঁর জীবনহানির আশঙ্কার কথা বান্দ্রা পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু লিখিত অভিযোগ পাওয়ার পরেও কেন পুলিশ কোনও পদক্ষেপ গ্রহণ করেনি এই ব্যাপারটিও ভাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে৷