Tuesday, August 26, 2025

অস্বস্তিতে জাতীয় কংগ্রেস৷ দলে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে৷

অসুস্থতার কারণে দলের চেয়ারপার্সনের দায়িত্ব থেকে দ্রুত সরতে চান সোনিয়া গান্ধী।

কিন্তু ফের সভাপতির দায়িত্ব নিতে নারাজ রাহুল গান্ধী। ঘনিষ্ঠ মহলে রাহুলের বার্তা, দলের দায়িত্ব নয়, এখন যেভাবে তিনি দলের সাংসদ হিসেবে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন, তেমনই চালিয়ে যেতে চান।

রাহুলের এই মনোভাবে
নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসে চরম অস্বস্তি শুরু হয়েছে। নতুনভাবে সভাপতি নির্বাচনের এখনই কোনও সম্ভাবনা নেই। অন্তর্বর্তী চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধী দল সামাল দিচ্ছেন বটে, কিন্তু নানা ইস্যুতে দলের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেই দলের সংখ্যাগরিষ্ঠ নেতৃত্বের অভিমত৷ কোন বিষয়ে সুর চড়ানো হবে, কোথায় তুলনায় কম সরব হবে দল, তা ঠিক করা সমস্যাজনক হচ্ছে৷

রাহুল গান্ধী চাইছেন, সংগঠনে প্রবীণদের কিছুটা সরিয়ে নবীনদের বেশি করে সুযোগ দেওয়া হোক। দলের অভিজ্ঞ নেতাদের বক্তব্য, বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হলে অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ নেতাদেরই দরকার৷ এই মতের সমর্থক স্বয়ং সোনিয়া’ও। এর ফলে দলের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে। এই টালমাটাল পরিস্থিতির জেরে আজ, শনিবার CWC বা কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার প্রস্তুতি নিয়েও তা বাতিল করা হয়েছে। আগামী ২৪ তারিখ এই বৈঠক হতে পারে৷ তবে AICC এ বিষয়ে এখনও কিছু জানায়নি৷

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version