Tuesday, November 11, 2025

অস্বস্তিতে জাতীয় কংগ্রেস৷ দলে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে৷

অসুস্থতার কারণে দলের চেয়ারপার্সনের দায়িত্ব থেকে দ্রুত সরতে চান সোনিয়া গান্ধী।

কিন্তু ফের সভাপতির দায়িত্ব নিতে নারাজ রাহুল গান্ধী। ঘনিষ্ঠ মহলে রাহুলের বার্তা, দলের দায়িত্ব নয়, এখন যেভাবে তিনি দলের সাংসদ হিসেবে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন, তেমনই চালিয়ে যেতে চান।

রাহুলের এই মনোভাবে
নেতৃত্বের প্রশ্নে কংগ্রেসে চরম অস্বস্তি শুরু হয়েছে। নতুনভাবে সভাপতি নির্বাচনের এখনই কোনও সম্ভাবনা নেই। অন্তর্বর্তী চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধী দল সামাল দিচ্ছেন বটে, কিন্তু নানা ইস্যুতে দলের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেই দলের সংখ্যাগরিষ্ঠ নেতৃত্বের অভিমত৷ কোন বিষয়ে সুর চড়ানো হবে, কোথায় তুলনায় কম সরব হবে দল, তা ঠিক করা সমস্যাজনক হচ্ছে৷

রাহুল গান্ধী চাইছেন, সংগঠনে প্রবীণদের কিছুটা সরিয়ে নবীনদের বেশি করে সুযোগ দেওয়া হোক। দলের অভিজ্ঞ নেতাদের বক্তব্য, বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হলে অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ নেতাদেরই দরকার৷ এই মতের সমর্থক স্বয়ং সোনিয়া’ও। এর ফলে দলের অন্দরে টানাপোড়েন শুরু হয়েছে। এই টালমাটাল পরিস্থিতির জেরে আজ, শনিবার CWC বা কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার প্রস্তুতি নিয়েও তা বাতিল করা হয়েছে। আগামী ২৪ তারিখ এই বৈঠক হতে পারে৷ তবে AICC এ বিষয়ে এখনও কিছু জানায়নি৷

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version