বদল হচ্ছে রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্য মুঘল গার্ডেনের নাম। পরিবর্তন হয়ে নাম হচ্ছে অশোক বাটিকা। শুধু মুঘল গার্ডেন শুধু নয়, দিল্লির একাধিক রাস্তার নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের খবর ঘুরছে। মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন এই মুঘল গার্ডেন৷ তা নিয়ে খবর ঘুরতে থাকায়, আসরে নামল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই খবর সম্পূর্ণ ভুয়ো। এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।
