বিএসএফের জালে ৬০০ কেজি পদ্মার ইলিশ

বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে পদ্মার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া ৬০০ কেজি ইলিশ আটক করেছে বিএসএফ।

মুর্শিদাবাদের সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফের পোস্ট ফারজি পাড়ায় বাংলাদেশ থেকে পদ্মা নদী দিয়ে ভারতে পাচার হওয়া ওই মাছ আটক করা হয়েছে। ২২ অগাস্ট বিএসএফের গোয়েন্দা বিভাগের কাছ থেকে খবর পেয়ে সীমান্ত ফাঁড়ি চারভদ্রার কোম্পানি কমান্ডার এবং বর্ডার ফাঁড়ি ফারজিপাড়া পোস্ট কমান্ডার একটি বিশেষ দল পাঠান সীমান্ত অঞ্চলে। আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে নদীতে দ্রুত বোট নিয়ে সন্দেহজনক স্থানের দিকে এগিয়ে যায় একটি দল। বিএসএফের স্পিড বোটটি দেখেই ৪-৫ জন চোরাচালানকারী নদীতে লাফ দিয়ে পালায়। ওই পটির সঙ্গে থাকা কাটা পাটের বান্ডিল জল থেকে টেনে বের করলে, তার নীচে বস্তাগুলিতে মাছ পাওয়া যায়। বাংলাদেশ থেকে ভারতে আসা যে ৬০০ কেজি ইলিশ আটক করতে সফল হয়েছে বিএসএফ। তার আনুমানিক মূল্য ৯,৬০,০০০ টাকা বলে খবর।

Previous articleকোনও ফরেন্সিক পরীক্ষার জন্য সুশান্তের গোপনাঙ্গের কিছু অংশ কাটা হয়েছিল? জবাব চাইছে সিবিআই
Next articleগভীর হচ্ছে নিম্নচাপ, ১১ জেলায় রেড অ্যালার্ট জারি…