বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যু

ফের শহরে চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুর অভিযোগ। এবার অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে।

ঘটনা বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালের। পরিবারের অভিযোগ, গাফিলতির অভিযোগেই মৃত্যু হয়েছে রিমা বসু (৩০) নামক এক প্রসূতির।

পরিবারের দাবি, গত ২০ অগস্ট হাসপাতালে ভর্তি করা হয় বছর তিরিশের অন্তঃসত্তা রিমাদেবীকে। পরদিন ২১ অগস্ট তাঁর ইউ এসজি করা হয়। এই কারণে সারাদিনই তাঁকে না খাইয়েই রাখা হয়। ২২ অগস্ট রিমার সিজার করা হয়। তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু এরপর তাঁকে কোনও চিকিৎসক বা নার্স চেক-আপ করতে আসেননি বলে অভিযোগ তুলছেন পরিবারের সদস্যরা।

আজ, রবিবার সকালে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর মৃত্যু হয় রিমার। পরিবারের পক্ষ থেকে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ-এর দাবি, কোনওরকম গাফিলতি হয়নি। রিমাকে বাঁচাতে সাধ্যমত চেষ্টা করেছেন চিকিৎসকরা। পুলিশ তদন্তে নেমেছে।