Saturday, May 17, 2025

করোনা মোকাবিলায় নতুন উদ্যোগ কলকাতা পুরসভার। এবার থেকে WhatsApp মেসেজ করলেই বাড়ি এসে কোভিড টেস্ট করা হবে। এজন্য শনিবার থেকে ‘কোভিড টেস্টিং টু ইওর ডোরস্টেপ’ কর্মসূচি চালু করল কলকাতা পুরসভা। কর্মসূচি ঘোষণা করেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

এই কর্মসূচি সম্পর্কে ফিরহাদ হাকিম জানান, করোনা টেস্টিংয়ের ক্ষেত্রে এবার ডোর-স্টেপ টেস্টিংয়ের পরিষেবা দেবে পুরসভা। আর তার জন্য চালু করা হল একটি বিশেষ WhatsApp নম্বর। কোনও উপসর্গযুক্ত ব্যক্তি নিজের করোনা পরীক্ষা করাতে চাইলে তাঁকে WhatsApp-এ মেসেজ করতে হবে 9830037493 নম্বরে। দিতে হবে নাম, ঠিকানা। তবে, এক্ষেত্রে একসঙ্গে নূন্যতম ২০ জনকে টেস্টিংয়ের জন্য আবেদন করতে হবে। যদি কোনও ব্যক্তি উপসর্গবিশিষ্ট হন এবং তার র‌্যাপিড পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে সেক্ষেত্রে আরটিপিসিআর পদ্ধতিতে পুনরায় তার করোনা পরীক্ষা করা হবে। ফলে ১০০ শতাংশ নিশ্চিত হওয়া যাবে ফলাফল নিয়ে।কোভিড টেস্টের আবেদন পেলে সেই ব্যক্তির বাড়িতে গাড়ি নিয়ে পৌঁছে যাবে কলকাতা পুরসভা। অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে ৪০-৫০ মিনিটের মধ্যে জানিয়ে দেওয়া হবে ফলাফল। তারপর আক্রান্তের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে হোম-কোয়ারেন্টাইন বা হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। শুধু তাই নয়, কোমর্বিডিটি চিহ্নিত করতে বাড়ি বাড়ি সার্ভে করে ডেটাবেস তৈরি করবে কলকাতা পুরসভা।

 

Related articles

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...

বিক্ষোভে খুদে পড়ুয়াদের সামিল করলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা! নিন্দা সবমহলে

গল্প বলার আসর-এর নামে খুদে পড়ুয়াদের আন্দোলনে সামিল করলেন বিকাশ ভবনের সামনে অবস্থানরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। শনিবার, বিকাশ...

মাও-দমনে নিহত রোলো! জওয়ানদের নিরাপত্তা দিতে গিয়ে ২০০ মৌমাছির কামড়

ছত্তিশগড়ের মাওবাদী দমনে সম্প্রতি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে সিআরপিএফ (CRPF)। মাওবাদীদের পেতে রাখা আইইডি থেকে নিজেদের নিরাপদ রেখে...
Exit mobile version