কৈলাসে এবার রিজার্ভ ব্যাঙ্ক! সূচনা করলেন ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দ

এবার নিজের দেশে রিজার্ভ ব্যাঙ্কের সূচনা করলেন ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ‘গডম্যান’ নিত্যানন্দ। যার নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ কৈলাস। একইসঙ্গে নিজস্ব মুদ্রাও প্রকাশ করেছেন তিনি। শনিবার গণেশ চতুর্থীর দিন এই ব্যাঙ্কের সূচনা করেন তিনি।

নিত্যানন্দ ভারত থেকে পালিয়ে ইকুয়েডরের কোনও একটি দ্বীপে ঘাঁটি গেড়েছেন বলে অনুমান। সেই দ্বীপের নাম রেখেছেন কৈলাস। তিনি সেখানেকার স্বঘোষিত প্রধানমন্ত্রী। নিত্যানন্দ আগেই জানিয়েছিলেন ব্যাঙ্ক এবং মুদ্রার ঘোষণা করবেন তিনি। আপাতত দেশের অন্দরে মুদ্রা ব্যবহার হবে বলে শনিবার জানিয়েছেন তিনি।

‘গডম্যান ‘ তাঁর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় নিত্যানন্দ দাবি করেছেন, বহু দেশের সঙ্গে কৈলাস মৌ স্বাক্ষর করেছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে। যেসব দেশের সঙ্গে চুক্তি হবে, সেই সব দেশের সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কৈলাস মুদ্রা ব্যবহার করা হবে।

নিত্যানন্দ জানিয়েছেন, à§­à§­ ধরনের কয়েন রয়েছে কৈলাসের মুদ্রার। এই কয়েনগুলি সোনা দিয়ে তৈরি। একইসঙ্গে ডলারের কথাও ঘোষণা করেছেন ‘গডম্যান ‘। তাঁর কথায়, এক কৈলাসিয়ান ডলার à§§à§§.৬৬ গ্রাম সোনার সমান। কৈলাস বিশ্বের সবথেকে বড় ও একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু রাষ্ট্র বলে দাবি করেছেন নিত্যানন্দ। তিনি জানিয়েছেন, ৩০০ পাতার আর্থিক নীতি কার্যকর করেছেন।