Monday, November 17, 2025

ভোটের বাদ্যি বাজিয়ে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজে নামছে নির্বাচন কমিশন

Date:

ঘর গোছানোর কাজ শুরু করে দিলো ভারতের নির্বাচন কমিশন৷ কমিশন বাংলায় ঠিক সময়েই ভোট সেরে ফেলতে চাইছে৷

আগামী ১৬ নভেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।

এক বিজ্ঞপ্তি জারি করে কমিশনের তরফে জানানো হয়েছে, ১৬ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নাম সংযোজন বা বাদ দেওয়ার কাজ চলবে। গত লোকসভা নির্বাচনের সময় রাজ্যের মোট ভোটার সংখ্যা ছিল ৬ কোটি ৯৮ লক্ষ ৬৩ হাজার ১৫২ জন। এবার নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে ভোটার সংখ্যা৷ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে ২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারা ৬ নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। কারও মৃত্যু হলে ৭ নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে হবে। কোনও ভোটারের নামের বানান বা ঠিকানা পরিবর্তনের জন্য পূরণ করতে হবে ৮ নং ফর্ম।
কমিশন একইসঙ্গে জানিয়েছে, করোনা- প্রোটোকল মেনেই খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রক্রিয়া চালানো হবে৷
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই প্রাথমিক কাজগুলি শেষ করে ফেলতে বলা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, অন্যান্য বছরের মতো এবার বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার নাম সংযোজনের প্রক্রিয়া নাও হতে পারে। প্রতি রবিবার বুথে বুথে বিএলও, রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা থাকবেন। সেখানেই গোটা প্রক্রিয়া চলবে। ২০২১-এর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

Related articles

সময়সীমা ২৬ নভেম্বর! বিশেষ নিবিড় সংশোধনীতে তৎপর নির্বাচন দফতর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যের প্রতিটি ভোটারের এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও তার ডিজিটাইজেশনের কাজ ২৬ নভেম্বরের...

বৃদ্ধ বাবার খেয়াল রাখেন না যুবরাজও! মৃত্যুর অপেক্ষায় যোগরাজ

বর্তমানে বয়সকালে বৃদ্ধ মা-বাবাকে দেখভাল না করার অভিযোগ নতুন নয়, এই নিয়ে অনেক মামলা হয় হাইকোর্ট বা সুপ্রিম...

ঢাকা হাসিনাকে ফেরত চাইতেই বার্তা দিল নয়াদিল্লি

ফাঁসির সাজা ঘোষণার পরেই বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনাকে (Sheikh Hasina) ফেরানোর তোড়জোড় শুরু বাংলাদেশের কার্যনির্বাহী সরকারের। আর...

ছেলেমানুষি করছেন রাজ্যপাল! রাজভবনে খানাতল্লাশিকে ‘নাটক’ বলে তীব্র কটাক্ষ কল্যাণের

তাঁরই অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে ঘটা করে তল্লাশি অভিযান করালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আর...
Exit mobile version