Monday, November 10, 2025

রাজনীতি? কং দাবি উড়িয়ে প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ বললেন, এমন উচ্চাশা নেই

Date:

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের বক্তব্য সপাটে খারিজ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁর রাজনীতিতে নামা সম্পর্কে জল্পনা উড়িয়ে সংবাদমাধ্যমে রঞ্জন গগৈ বলেন, আমার রাজনীতি করার কোনও উচ্চাশা, ইচ্ছে বা পরিকল্পনা কোনওটাই নেই, কেউ এবিষয়ে আমাকে কিছু বলেননি। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ বর্তমানে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সাংসদ। সেই প্রসঙ্গে গগৈ বলেন, দুর্ভাগ্যজনক হলেও বাস্তব যে, অধিকাংশ মানুষেরই রাজ্যসভার মনোনীত সদস্য ও রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আসা সদস্যের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা নেই। আমি রাজ্যসভার একজন মনোনীত সদস্য হিসাবে কোনও বিষয়ে আমার স্বাধীন চিন্তাভাবনা প্রকাশ করার সুযোগ পাব, কোনও রাজনৈতিক দলের বক্তব্য নয়। রাজনীতি আমার বিষয় নয়। আমি রাজনীতিবিদ হতেও চাই না।

প্রসঙ্গত, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা তরুণ গগৈ দুদিন আগে গুয়াহাটিতে বলেছিলেন, সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ওঁর দেওয়া রাম মন্দিরের রায় বিজেপির পক্ষে গিয়েছে। উনি তারপর রাজ্যসভার সাংসদ হয়েছেন। এবার ওকে অসমের মুখ্যমন্ত্রী করতে চায় বিজেপি। তরুণ গগৈ-এর এই বক্তব্য সামনে আসার পরই তখনই তা খারিজ করেছিল অসম বিজেপি। গেরুয়া শিবির থেকে বলা হয়েছিল, হতাশা থেকে এসব মিথ্যা প্রচার করছে কংগ্রেস, যার কোনও বাস্তবতা নেই। একধাপ এগিয়ে অসম বিজেপির সভাপতি বলেন, বয়স হলে মানুষ অনেক সময় উল্টোপাল্টা বকে। তরুণ গগৈয়েরও সেই অবস্থা হয়েছে। প্রবীণ কংগ্রেস নেতা মনগড়া ভুলভাল কথা বলছেন, যার মধ্যে এক বিন্দু সত্যতা নেই।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version