Monday, August 25, 2025

রাজনীতি? কং দাবি উড়িয়ে প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ বললেন, এমন উচ্চাশা নেই

Date:

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের বক্তব্য সপাটে খারিজ করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁর রাজনীতিতে নামা সম্পর্কে জল্পনা উড়িয়ে সংবাদমাধ্যমে রঞ্জন গগৈ বলেন, আমার রাজনীতি করার কোনও উচ্চাশা, ইচ্ছে বা পরিকল্পনা কোনওটাই নেই, কেউ এবিষয়ে আমাকে কিছু বলেননি। দেশের প্রাক্তন প্রধান বিচারপতি গগৈ বর্তমানে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সাংসদ। সেই প্রসঙ্গে গগৈ বলেন, দুর্ভাগ্যজনক হলেও বাস্তব যে, অধিকাংশ মানুষেরই রাজ্যসভার মনোনীত সদস্য ও রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে আসা সদস্যের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা নেই। আমি রাজ্যসভার একজন মনোনীত সদস্য হিসাবে কোনও বিষয়ে আমার স্বাধীন চিন্তাভাবনা প্রকাশ করার সুযোগ পাব, কোনও রাজনৈতিক দলের বক্তব্য নয়। রাজনীতি আমার বিষয় নয়। আমি রাজনীতিবিদ হতেও চাই না।

প্রসঙ্গত, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা তরুণ গগৈ দুদিন আগে গুয়াহাটিতে বলেছিলেন, সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ওঁর দেওয়া রাম মন্দিরের রায় বিজেপির পক্ষে গিয়েছে। উনি তারপর রাজ্যসভার সাংসদ হয়েছেন। এবার ওকে অসমের মুখ্যমন্ত্রী করতে চায় বিজেপি। তরুণ গগৈ-এর এই বক্তব্য সামনে আসার পরই তখনই তা খারিজ করেছিল অসম বিজেপি। গেরুয়া শিবির থেকে বলা হয়েছিল, হতাশা থেকে এসব মিথ্যা প্রচার করছে কংগ্রেস, যার কোনও বাস্তবতা নেই। একধাপ এগিয়ে অসম বিজেপির সভাপতি বলেন, বয়স হলে মানুষ অনেক সময় উল্টোপাল্টা বকে। তরুণ গগৈয়েরও সেই অবস্থা হয়েছে। প্রবীণ কংগ্রেস নেতা মনগড়া ভুলভাল কথা বলছেন, যার মধ্যে এক বিন্দু সত্যতা নেই।

 

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version