দাবার বোর্ডে চিনকে টেক্কা দিল ভারত।অনূর্ধ্ব ২০-র বোর্ডে চারটি ড্র, দুটি জয়ের ফলেই চিনের বিরুদ্ধে এই সাফল্য পেল ভারত। শেষ করল টপ ডিভিশন পুল এ-র শীর্ষে।
ফিডে অনলাইন চেস অলিম্পিয়াডের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারত।নবম তথা শেষ প্রিলিমিনারি রাউন্ডে চিনকে ৪-২ ব্যবধানে হারাল ভারত।
আর প্রজ্ঞানানন্দ ও দিব্যা দেশমুখের হাত ধরে নবম তথা চূড়ান্ত প্রিলিমিনারি রাউন্ডে এই জয় আসে।
শেষ আটে ভারতীয় দলের প্রতিপক্ষ কে তা এখনও ঠিক হয়নি। জানা যাবে ২৮ অগাস্ট।
দাবার বোর্ডে চিনকে টেক্কা ভারতের, পৌঁছে গেল চেস অলিম্পিয়াডের কোয়ার্টার ফাইনালে
Date:
Share post:
