দেশজুড়ে করোনা সংক্রমণের দাপট অব্যাহত। রোজই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬১ হাজার ৪০৮ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি এই ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে আরও ৮৩৬ জন রোগীর। ফলে এই মুহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ লক্ষ ০৬ হাজার ৩৪৯ জন। পাশাপশি এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৫৪২ জন রোগীর। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ লক্ষ ১০ হাজার ৭৭১ জন সক্রিয় করোনা রোগী। পাশাপাশি ইতিমধ্যেই করোনা জয়ের পর সুস্থ হয়ে গিয়েছেন ২৩ লক্ষ ৩৮ হাজার ৩৫ জন করোনাজয়ী।
