বাতের ব্যথা সারাতে কুকুরের মাংস! জেনে নিন এই খাদ্যাভ্যাসের কারণ

চলতি বছর জুলাই মাস থেকে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে নাগাল্যান্ড। দীর্ঘদিনের এই রীতি বন্ধ হওয়ায় ক্ষুব্ধ রাজ্যের মানুষ। কিন্তু এই খাদ্যাভাসের কারণ কী?

আও, সেমা এবং লোথা জাতির মানুষরা শক্তি বাড়াবে এই মাংস খান। আবার তেনইমি গোষ্ঠীর মানুষরা মনে করেন কুস্তির খেলা শেষ করে এই মাংস খাওয়া শুভ। শুধু তাই নয়, মেজি পাতার সঙ্গে জ্যান্ত কুকুরের চোখ খায় আংগামী নাগা জাতিরা। প্রচলিত ধারণা অনুযায়ী, বাতের ব্যথা নির্মূল করার জন্য এই মাংস উপকারী। সেক্রেঙ্গি উৎসবের সময় কুকুরের চামড়া খেয়ে থাকেন নাগাবাসীরা। যা অত্যন্ত পবিত্র বলে মনে করেন তাঁরা।