Thursday, August 21, 2025

অসুস্থতার খবর শোনা যাচ্ছিল গত কয়েক মাস ধরেই। এবার দক্ষিণ কোরিয়ার একাধিক সূত্রে খবর, উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার প্রেসিডেন্ট কিম জং উন কোমায় চলে গিয়েছেন। তিনি বেঁচে থাকলেও গুরুতর অসুস্থ। তাই তাঁর জায়গায় তাঁর বোন কিম ইয়ো জং-এর দায়িত্ব নেওয়ার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম ডায়ে জুংয়ের ঘনিষ্ঠ মহলকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। কিম ডায়ে জুংয়ের ঘনিষ্ঠ দক্ষিণ কোরিয়া প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিক চ্যাং সং মিন সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, উত্তর কোরিয়ার চলতি নিয়ম অনুযায়ী কোনও নেতা তাঁর কাজের দায়িত্ব অন্যজনকে ততক্ষণ দিতে পারেন না যতক্ষণ না তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন, বা তাঁকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কিমের বোনের দায়িত্ব নেওয়ার বিষয়টি থেকেই একাধিক জল্পনা তৈরি হচ্ছে।

চ্যাং সং মিনের কথা উদ্ধৃত করে দ্য কোরিয়া হেরাল্ড বলেছে, কিম এখন কোমায় রয়েছেন। তবে তিনি বেঁচে আছেন। তাই এখনও পর্যন্ত উত্তরাধিকার তুলে দেওয়ার পুরো প্রক্রিয়া হয়নি। শুধু পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে কিম ইয়ো জংকে সামনে আনা হচ্ছে। কারণ বেশিদিন ধরে শীর্ষস্থান খালি রাখা সম্ভব নয়। চ্যাং আরও জানিয়েছেন, চিনের এক গোপন অথচ নির্ভরযোগ্য সূত্রে তিনি খবর পেয়েছেন যে কিম কোমায় রয়েছেন। অন্যদিকে, সাউথ কোরিয়ান ডেইলি সূত্রে খবর, সিওলের গুপ্তচর এজেন্সি প্রশাসনিক আধিকারিকদের জানিয়েছে উত্তর কোরিয়ায় কিমের ঠিক করা একটি নিয়ম নিয়ে গোপন বৈঠক হয়েছে। কিম ঠিক করেছিলেন, তিনি না থাকলে তাঁর খুব ঘনিষ্ঠ কয়েকজনেরই অধিকার থাকবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার। এই নিয়মে কোনও পরিবর্তন করা যায় কিনা তা নিয়েই বৈঠক হয়েছে বলে খবর।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version