Tuesday, August 26, 2025

রোনাল্ডো ও বান্ধবী জিওর্জিনার বাগদান নিয়ে ফের জল্পনা তুঙ্গে

Date:

আপাতত ছুটির মেজাজে রয়েছেন তাঁরা। ব্যক্তিগত বিলাসবহুল প্রমোদতরীতে সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বান্ধবী জিওর্জিনা রদরিগেস। আর সেই ছুটির ফাঁকেই ভক্তদের ফের চমকে দিলেন রোনাল্ডোর বান্ধবী। জুভেন্টাস তারকার সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যেখানে দেখা যাচ্ছে, রোনাল্ডো তাঁর বান্ধবীর অনামিকাকে চেপে ধরে দাঁড়িয়ে রয়েছেন। জিওর্জিনা টুইট করেছেন, “ইয়েসস!” তার পাশে গোলাপের ইমোজি।
এই ছবি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। ভক্তদের অনেকেই বলতে শুরু করেছেন, এবার অন্তত রোনাল্ডোর প্রকাশ্যে এসে তাঁদের সম্পর্কের বিষয়টি খুলে বলা উচিত। অনেকে আবার গোলাপের ইমোজি দেখে বলতে শুরু করেছেন, তাহলে কি এতদিন পরে তাঁরা বাগদান সেরেই ফেললেন। যদিও তা নিয়ে তারকা যুগল একটি শব্দও খরচ করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছিলেন, জীবনের কঠিন সময় জিওর্জিনা যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা তাঁর নেই। রোনাল্ডোর মন্তব্য ছিল, “জিওর্জিনা আমার জীবন আসার পরে অনেক কিছুই বদলে গিয়েছে। বিশেষ করে, আমাদের পরিবারের সকলেই ওকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমার সন্তানের জন্ম দিয়েছে ও। জিওর্জিনার কাছে আমি চিরকালের ঋণী হয়ে রয়েছি।”
যদিও জুভেন্টাসের নতুন ম্যানেজার হয়ে আসার পরে আন্দ্রেয়া পিরলো জানিয়ে দিয়েছেন, নতুন মরসুমে তিনি রোনাল্ডোকে অন্য ভূমিকায় ব্যবহার করতে চান। তিনি বলেছেন, “রোনাল্ডো ছুটি কাটিয়ে ফিরে এলে ওর সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলতে হবে। ওকে অনেক বড় ভূমিকা নিতে হবে আসন্ন মরসুমে। তার আগে দলটাকে সাজিয়ে ফেলতে হবে।”
দু’বছর আগে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল চলাকালীনও রোনাল্ডো-জিওর্জিনার বাগদান নিয়ে উত্তাল হয়েছিল বিশ্ব। পর্তুগাল বনাম মরক্কো ম্যাচ দেখতে আসা জিওর্জিনার আঙুলে জ্বলজ্বল করছিল হিরের আংটি। জিওর্জিনার এই পোস্ট বাগ‌দানেরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version