Thursday, May 8, 2025

রাজ্যজুড়ে ফের মমতা-ম্যাজিক। একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ ঘর গুছিয়ে নিচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পাহাড় থেকে জঙ্গল কিংবা শহর থেকে সাগর বিরোধী শিবিরে ফাটল ধরিয়ে একের পর এক কর্মী-সমর্থক যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। গত ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের ভার্চুয়াল শহিদ দিবস সমাবেশ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য দলের নেতাকর্মীদের তৃণমূল কংগ্রেসের আসার আহ্বান জানিয়ে ছিলেন। মমতার সেই ছোট্ট একটি বক্তব্য রাজ্যজুড়ে ম্যাজিকের কাজ করছে। তারই অঙ্গ হিসাবে ফের উত্তরবঙ্গে বড়সড় ভাঙনের মুখে প্রধান বিরোধী শক্তি বিজেপি।

এবার মালদার ইংরেজবাজারে বিজেপি ছেড়ে দলে দলে কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে। দলবদলের এই অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপি ছেড়ে আসা সকল কর্মী-সমর্থকদের স্বাগত জানান। আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের যোগদানের সময় তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর দুলাল সরকার। এছাড়াও হাজির ছিলেন জেলার দুই প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম এবং গুমানি শেখ।

গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে যোগ দেন বিজেপির পঞ্চায়েত সদস্য চৈতন্য মাল। তাঁর সঙ্গে প্রায় ৩০০ জন বিজেপির সক্রিয় কর্মী-সমর্থক তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাঁরা প্রত্যেকেই বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version