নিট এবং জয়েন্ট পরীক্ষার দিন পিছনো নিয়ে এবার বৈঠক ডাকলেন সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর আড়াইটে নাগাদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেন্দ্রের বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক ডাকা। হয়েছে নিট পরীক্ষা নিয়ে আলোচনার পাশাপাশি দেশে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বজায় রাখার বিষয় নিয়েও আলোচনা হবে বলে সূত্রের খবর।
এর আগে মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখে জয়েন্ট ও নিট পরীক্ষা পিছনের বিষয় সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদন করার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণের আশঙ্কার জন্যেই পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে অবিজেপি মুখ্যমন্ত্রীদের কী অবস্থান- সে বিষয়ে আলোচনা করতে বুধবার তাঁদের নিয়ে বৈঠকে বসছেন সোনিয়া-মমতা।
