Thursday, August 21, 2025

‘তফসিলি বন্ধু’ ও ‘জয় জোহার’ নামে প্রকল্প দু’টি চালানোর জন্য এ বার সমবায় ব্যাঙ্ক থেকে আড়াই হাজার কোটি টাকা ধার নিতে চলেছে রাজ্য সরকার। বাম আমলেও সমবায় থেকে ধার নেওয়ার নজির আছে।

প্রসঙ্গত, মার্চ মাসে রাজ্যের তফসিলি জাতি এবং জনজাতিদের জন্য মাসিক হাজার টাকার পেনশন প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরপথে সরাসরি পেনশন দিয়ে দেওয়া নিয়ে রাজ্য সমবায় ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ। তবে ব্যাঙ্কের তরফে আশ্বস্ত করা হয়েছে, রাজ্য সরকারের ক্ষেত্রে ধার শোধের চিন্তা নেই। ব্যাঙ্ক কর্তাদের কথায়, সরকার গত আর্থিক বছরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের চার হাজার কোটি টাকার বেশি সমবায় ব্যাঙ্কে জমা রেখেছিল। সুতরাং আড়াই হাজার কোটি টাকা নেওয়া যেতেই পারে।

অর্থ দফতর সূত্রে খবর, ১০ লক্ষ তফসিলি জাতি এবং ৩ লক্ষ জনজাতি বৃদ্ধ-বৃদ্ধাকে পেনশন দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তফসিলি জাতি ও জনজাতিদের এই পেনশন দেওয়া হয়েছে। পেনশন খাতে গড়ে ১৩০ থেকে ১৫০ কোটি টাকা খরচ হচ্ছে। সরকারের আরও ৭টি পেনশন প্রকল্পকে এক ছাতার তলায় এনে ‘জয় বাংলা’ প্রকল্প চালু করা হয়েছে। প্রতি মাসে প্রাপকের সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে এই প্রকল্পে আড়াই হাজার কোটি খরচ হওয়ার কথা।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version