Sunday, August 24, 2025

‘তফসিলি বন্ধু’ ও ‘জয় জোহার’ নামে প্রকল্প দু’টি চালানোর জন্য এ বার সমবায় ব্যাঙ্ক থেকে আড়াই হাজার কোটি টাকা ধার নিতে চলেছে রাজ্য সরকার। বাম আমলেও সমবায় থেকে ধার নেওয়ার নজির আছে।

প্রসঙ্গত, মার্চ মাসে রাজ্যের তফসিলি জাতি এবং জনজাতিদের জন্য মাসিক হাজার টাকার পেনশন প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরপথে সরাসরি পেনশন দিয়ে দেওয়া নিয়ে রাজ্য সমবায় ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ। তবে ব্যাঙ্কের তরফে আশ্বস্ত করা হয়েছে, রাজ্য সরকারের ক্ষেত্রে ধার শোধের চিন্তা নেই। ব্যাঙ্ক কর্তাদের কথায়, সরকার গত আর্থিক বছরে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের চার হাজার কোটি টাকার বেশি সমবায় ব্যাঙ্কে জমা রেখেছিল। সুতরাং আড়াই হাজার কোটি টাকা নেওয়া যেতেই পারে।

অর্থ দফতর সূত্রে খবর, ১০ লক্ষ তফসিলি জাতি এবং ৩ লক্ষ জনজাতি বৃদ্ধ-বৃদ্ধাকে পেনশন দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তফসিলি জাতি ও জনজাতিদের এই পেনশন দেওয়া হয়েছে। পেনশন খাতে গড়ে ১৩০ থেকে ১৫০ কোটি টাকা খরচ হচ্ছে। সরকারের আরও ৭টি পেনশন প্রকল্পকে এক ছাতার তলায় এনে ‘জয় বাংলা’ প্রকল্প চালু করা হয়েছে। প্রতি মাসে প্রাপকের সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে এই প্রকল্পে আড়াই হাজার কোটি খরচ হওয়ার কথা।

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version