এবারে সেপ্টেম্বর মাসেও বিশেষ কয়েকটি দিনে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত রাজ্যে স্কুল কলেজ কিছুই খুলবে না। যেভাবে কয়েকদিন লকডাউন চলেছে অগাস্ট মাসে, সেভাবেই সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত চলবে।

এদিন সেপ্টেম্বর মাসে বিশেষ কয়েকটি দিনে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগে তালিকায় ৩ ও ৪ সেপ্টেম্বর-সহ বেশ কয়েকদিন লকডাউনের কথা ছিল। কিন্তু পরে তালিকা থেকে ৩,৪ সেপ্টেম্বর বাদ রাখা হয়, কারণ, সেইদিন কেন্দ্রীয় সরকার জয়েন্ট পরীক্ষা রেখেছে। সেই কারণেই সেপ্টেম্বরের ৭,১১,১২ তারিখ নতুন করে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ লকডাউনে যেভাবে অগাস্ট মাসে গোটা রাজ্যের সমস্ত কিছুই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবারেও তাই হবে। তবে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে রাজ্য সরকার। সেক্ষেত্রে রাজ্যের পরের ক্যাবিনেট মিটিং বসবে ১৭ সেপ্টেম্বর। সেইদিন সংক্রমণের পরিমাণ ও হার দেখে পরবর্তীকালে কীভাবে লকডাউন চলবে না, উঠে যাবে তার সিদ্ধান্ত নেওয়া হবে।