লকডাউন অমান্য করে দোকান খোলা ছিল, কোচবিহারের বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার সকালে সদর মহকুমাশাসক সঞ্জয় পাল কোচবিহার শহর সংলগ্ন সুনসুনি বাজার, টাকাগাছ বাজারে অভিযান চালান। ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
লকডাউনের প্রথমদিন থেকে এলাকার ব্যবসায়ীদের বারংবার বলার পরেও কাজ না হওয়ায়, এদিন কঠোর ভূমিকা পালন করেন কোচবিহার সদর মহকুমাশাসক।
শহর জুড়ে অভিযানের পাশাপাশি কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ কাছারি মোড় ও গুঞ্জবাড়ি মোরে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চলছে। এদিন সকালে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা যায় কোচবিহার টাউন ওসি রাজু সোনারকে।