অবশেষে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত রাজ্য সরকারের

হুড়মুড়িয়ে ভেঙে পড়া পোস্তা উড়ালপুলের সেই অভিশপ্ত স্মৃতি আরও অনেকের স্মৃতিতে টাটকা। ভয়ঙ্কর মর্মান্তিক সেই দুর্ঘটনার চার বছর কেটে যাওয়ার পর অবশেষে বিবেকানন্দ উড়ালপুল বা পোস্তা ফ্লাইওভার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে মুখ্য সচিব, পূর্ত সচিব, পুর সচিব ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ অন্যান্যদের উপস্থিতিতে উচ্চপর্যায়ের এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, এখন থেকে এক মাসের মধ্যে সেতু বিশেষজ্ঞ জি কে রায়নার নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে জানাবে সেতুর কতটা অংশ ভাঙতে হবে। পুরোটা ভাঙা হবে নাকি অর্ধেক। নাকি যতটুকু ভেঙে পড়েছিল সেই অংশ, সিদ্ধান্ত নেবে ওই কমিটি। এবং সেইমতো কাজ শুরু হবে।

২০১৬ সালের ৩১ মার্চ দুপুরে আচমকাই ভেঙে পড়ে পোস্তা ফ্লাইওভার, যা বিবেকানন্দ উড়ালপুল নামেও পরিচিত। ভয়ঙ্কর ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬ জনের। আহত হন আরও অনেকে। তখনই ব্রিজের নকশা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।

Previous articleআধার কার্ড সংশোধনের জন্য এবার লাগবে টাকা, কেন্দ্রের সিদ্ধান্তে দেশজুড়ে ক্ষোভ
Next articleএবার অ্যাপেই বুক করা যাবে টোটো!