Wednesday, November 5, 2025

বেনজির! মসজিদে হল ‘মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিক’, ৫ লক্ষ দুঃস্থ মানুষ পাবেন বিনামূল্যে চিকিৎসা

Date:

এককথায় বেনজির ! পুরনো মসজিদ হল ‘মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিক’। যেখানে একেবারে বিনামূল্যে চিকিৎসা পাবেন এলাকার সব ধর্মের মা এবং শিশুরা। ৩১টি বস্তির প্রায় ৫ লক্ষ দুঃস্থ মানুষ উপকৃত হবেন এই পরিষেবায়।
হায়দরাবাদের বহু পুরনো একটি মসজিদ পরিণত হয়েছে ক্লিনিকে।

জানা গিয়েছে, আমেরিকার SEED সংস্থার অর্থানুকূল্যে চলা হায়দরাবাদের একটি NGO হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে মসজিদেই খোলা হয়েছে ‘মাদার অ্যান্ড চাইল্ড ক্লিনিক’। শুধুমাত্র চিকিৎসায় নয়, ল্যাবরেটরিতে যে সমস্ত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে তাও এখানে করাতে পারবেন রোগীরা । এর জন্য একটা টাকাও দিতে হবে না রোগীর পরিবারকে। এরই পাশাপাশি এখানে ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রতিদিন বিনামূল্যে দুপুরের খাবার দেওয়া হবে।

একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, মসজিদের এই ক্লিনিকে নেবুলাইজেশনের ব্যবস্থা থাকবে। অর্থাৎ শ্বাসকষ্টের রোগীরা সেখানে চিকিৎসা করাতে পারবেন। এছাড়া ড্রেসিং এবং ইনজেকশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ প্রাথমিক চিকিৎসা ছাড়াও অন্যান্য ব্যবস্থাও থাকছে। এখানকার রাজেন্দ্রনগর মণ্ডলের এমএম পাহাদি, সুলেইমান নগর, চিন্তালমেট, ভোপাল নগর, হাসান নগর, এনটিআর নগর-সহ ৩১টি বস্তির প্রায় ৫ লক্ষ মানুষ এই ক্লিনিকে চিকিৎসার সুযোগ পাবেন। এই বিষয়ে মসজিদ কমিটির অন্যতম প্রধান মুজতবা হাসান আস্কারি জানিয়েছেন, এলাকার গর্ভবতী মহিলাদের যাবতীয় চিকিৎসা, সুষম খাবার এবং সব ধরনের ওষুধের বন্দোবস্ত করা হবে ক্লিনিক থেকে।

মসজিদ কমিটির তরফে জানানো হয়েছে, অতিমারির পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ক্লিনিক পরিচালনা করা হবে । ক্লিনিকটি পরিচালিত হবে মহিলাদের দ্বারা।

 

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version