Tuesday, November 4, 2025

মাত্রাছাড়া আলুর দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। এবার তাতে রাশ টানতে বেঁধে দেওয়া হল আলুর দাম । খোলা বাজারে আলুর দাম ২৫ টাকা করা হল। পাশাপাশি দেওয়া হয়েছে হুঁশিয়ারিও । জানানো হয়, সাত দিনের মধ্যে দাম না কমালে বন্ধ হতে পারে রপ্তানিও। শুক্রবার রাজ্য প্রশাসনিক সদর দফতরে কৃষি ও কৃষি বিপণন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-সহ বিভিন্ন দফতরের শীর্ষকর্তারা আলু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। এখানে আলুর দাম ২৫ টাকায় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়।  পাশাপাশি বলা হয় আলুর দাম নির্দিষ্ট করতে সাতদিন সময় দেওয়া হচ্ছে না মানলে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, কোন কোন কোল্ড স্টোরেজে কাদের ৪০ বস্তার বেশি আলু রয়েছে, তাদের নাম ও কোন স্টোরেজে রয়েছে, তার তালিকা স্টোরেজ অ্যাসোসিয়েশনকে দিতে বলেছে রাজ্য। সরকারি কর্তারা এ দিনের বৈঠকে জানিয়েছেন, আলুর লাগামছাড়া দামে রাজ্য রীতিমতো চিন্তিত। ব্যবসায়ী সংগঠনগুলি জানিয়েছে, কোল্ড স্টোরেজ থেকে ঝাড়াইবাছাই হয়ে আলু বের হচ্ছে কিলো প্রতি প্রায় ১৭ টাকা ৭০ পয়সা দরে। সরকারের যুক্তি, তা খুচরো বাজারে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি আদতে অতিরিক্ত মুনাফা কামানো। সরকারি কর্তারা ব্যবসায়ী সংগঠনগুলিকে জানিয়েছেন, দু’একদিনের মধ্যে প্রাথমিক ভাবে বাজারে এনফোর্সমেন্ট বিভাগ ও কৃষিবিপণন কর্তাদের উপস্থিতিতে পাইকারি হারে ২২ থেকে ২৩ টাকা কিলো দরে আলু ঢুকবে। তা খুচরো বাজারে ২৫ টাকার বেশি দামে খুচরো ক্রেতাদের কাছে বিক্রি করা চলবে না। পাশাপাশি, সুফল বাংলার বিপণিতেও সরকার ২৫ টাকা কিলো দরে আলু বেচবে। ব্যবসায়ীরা যেন এ ক্ষেত্রে সরবরাহ ঠিক রাখেন।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version