Sunday, August 24, 2025

মাত্রাছাড়া আলুর দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। এবার তাতে রাশ টানতে বেঁধে দেওয়া হল আলুর দাম । খোলা বাজারে আলুর দাম ২৫ টাকা করা হল। পাশাপাশি দেওয়া হয়েছে হুঁশিয়ারিও । জানানো হয়, সাত দিনের মধ্যে দাম না কমালে বন্ধ হতে পারে রপ্তানিও। শুক্রবার রাজ্য প্রশাসনিক সদর দফতরে কৃষি ও কৃষি বিপণন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ-সহ বিভিন্ন দফতরের শীর্ষকর্তারা আলু ব্যবসায়ী ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। এখানে আলুর দাম ২৫ টাকায় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়।  পাশাপাশি বলা হয় আলুর দাম নির্দিষ্ট করতে সাতদিন সময় দেওয়া হচ্ছে না মানলে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

সরকারি সূত্রে জানা গিয়েছে, কোন কোন কোল্ড স্টোরেজে কাদের ৪০ বস্তার বেশি আলু রয়েছে, তাদের নাম ও কোন স্টোরেজে রয়েছে, তার তালিকা স্টোরেজ অ্যাসোসিয়েশনকে দিতে বলেছে রাজ্য। সরকারি কর্তারা এ দিনের বৈঠকে জানিয়েছেন, আলুর লাগামছাড়া দামে রাজ্য রীতিমতো চিন্তিত। ব্যবসায়ী সংগঠনগুলি জানিয়েছে, কোল্ড স্টোরেজ থেকে ঝাড়াইবাছাই হয়ে আলু বের হচ্ছে কিলো প্রতি প্রায় ১৭ টাকা ৭০ পয়সা দরে। সরকারের যুক্তি, তা খুচরো বাজারে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি আদতে অতিরিক্ত মুনাফা কামানো। সরকারি কর্তারা ব্যবসায়ী সংগঠনগুলিকে জানিয়েছেন, দু’একদিনের মধ্যে প্রাথমিক ভাবে বাজারে এনফোর্সমেন্ট বিভাগ ও কৃষিবিপণন কর্তাদের উপস্থিতিতে পাইকারি হারে ২২ থেকে ২৩ টাকা কিলো দরে আলু ঢুকবে। তা খুচরো বাজারে ২৫ টাকার বেশি দামে খুচরো ক্রেতাদের কাছে বিক্রি করা চলবে না। পাশাপাশি, সুফল বাংলার বিপণিতেও সরকার ২৫ টাকা কিলো দরে আলু বেচবে। ব্যবসায়ীরা যেন এ ক্ষেত্রে সরবরাহ ঠিক রাখেন।

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...
Exit mobile version